নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরই গোটা দিনের একটা বড় সময় কাটে সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়েই রোজগারের সুযোগ এলে কেমন লাগবে? সম্প্রতি এ রকমই রোজগারের সুযোগ এনেছে একটি মার্কেটিং এজেন্সি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো দেখার পরিবর্তে টাকা দেবে ওই সংস্থা। দিনে ১০ ঘন্টা দেখতে হবে সেই ভিডিয়ো। প্রতি ঘণ্টা হিসাবে টাকা দেবে ওই সংস্থা। যা বেশ আকর্ষণীয়। ইউবিকুইটাস নামের ওই সংস্থা দিচ্ছে ভিডিয়ো দেখে রোজগারের সুযোগ। ভিডিয়ো দেখে প্রতি ঘণ্টায় আপনি রোজগার করতে পারবেন ১০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৩০০ টাকা মতো। প্রতি ঘণ্টায় আপনার রোজগার হতে পারে ৮ হাজার টাকারও বেশি। এর জন্য আপনাকে দেখতে হবে টিকটক ভিডিয়ো।
কী ভাবেই এই চাকরির জন্য আবেদন করবেন-
সব ঠিক মতো হয়ে গেলে। আপনাকে নজর রাখতে হবে টিকটক ভিডিয়োয়। তা দেখেই আপনার অ্যাকাউন্টে আসবে টাকা। তবে ভারতে টিকটক নিষিদ্ধ। তাই ভারতে বসে টিকটক দেখার কোনও সুযোগ নেই। তাই ভারতে বসে ভিডিয়ো দেখে রোজগারের সুযোগ মিলবে না।