অনেকেই বাড়িতে আর্থিক সমস্যার কারণে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেন না। ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। সংসারের চাপে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতেই হয়তো পড়াশোনা শেষ হয়ে যায়। কেউ কেউ আবার ততটাও এগোতে পারেন না। কিন্তু এতে হতাশ হওয়ার কারণ নেই। মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাশেও রয়েছে সরকারি চাকরির সুযোগ। সেই সরকারি চাকরিতে যোগদান করে পরিবারের হাল ফেরানো কোনও বড় ব্য়াপার নয়। সেইসব চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এল বড় সুযোগ। পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দফতরে ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন।
মোট শূন্যপদ : ৩ টি
পদের নাম : বেঞ্চ ক্লার্ক
শূন্যপদ : ১ টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার জ্ঞান। এর পাশাপাশি ক্লার্ক পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক ১৪,৭০০ টাকা
পদের নাম – অর্ডারলি
শূন্যপদ : ১ টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
বেতন – মাসিক ৭০০০ টাকা
পদের নাম – নাইট গার্ড
শূন্যপদ : ১ টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
বেতন – মাসিক ৭০০০ টাকা
বয়সসীমা :
২০২২ এর ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় মিলবে।
আবেদন পদ্ধতি :
অফলাইনে চিঠি ও প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নথিপত্র ও আবেদনপত্র একটি খামের মধ্যে ভরে তার উপর যে পদের জন্য আবেদন করছেন সেটা লিখতে হবে। উদাহরণ স্বরূপ,’Application For The Post Of….’
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah – 711101
নিয়োগ পদ্ধতি :
বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। বাকি পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের শেষ তারিখ :
২১ জুন, ২০২২
এই নিয়োগ সংক্রান্ত আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে ক্লিক করুন