WB Govt Jobs : কম্পিউটার নিয়ে পড়াশোনা! তাহলে পশ্চিমবঙ্গ সরকারে মোটা বেতনের চাকরি আপনার অপেক্ষায়

WB Govt Jobs : সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে নিয়োগ চলছে আলিপুরদুয়ারে জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসারের অফিসে। কম্পিউটার নিয়ে পড়াশোনা থাকলেই করা যাবে আবেদন।

WB Govt Jobs : কম্পিউটার নিয়ে পড়াশোনা! তাহলে পশ্চিমবঙ্গ সরকারে মোটা বেতনের চাকরি আপনার অপেক্ষায়
ছবি সৌজন্যে : গুগল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 12:44 PM

অনেকেরই ধারণা সুখের চাকরি কেবলমাত্র সরকারি চাকরিই হয়। দশটা পাঁচটার ডিউটি করে নিজের জন্য অঢেল সময় পাওয়া যায়। পাশাপাশি পরিবারের জন্য়ও সময় থাকে অনেকটা। নিজের কোনও শখ পূরণও সম্ভব এই সরকারি চাকরি করে। এদিকে চাকরি করে দৈনন্দিন জীবনযাপনের খরচও উঠে আসে। সঙ্গে থাকে একাধিক নিরাপত্তাও। সেটা উপরি পাওনাই বটে। তাহলে মানুষ এরকম চাকরি করার স্বপ্ন দেখবেই বা না কেন!  এবার আপনিও যদি এই চিন্তাধারায় বিশ্বাসী হন যে সরকারি চাকরিই করব এবং সরকারি চাকরির খোঁজেই রয়েছেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বড় সুযোগ। এর পাশাপাশি আপনার পড়াশোনা যদি কম্পিউটার নিয়ে থাকে তাহলে তো কথাই নেই। তাহলে আপনার জন্যই এই সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারে জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসারের অফিসে চলছে নিয়োগ।

শূন্যপদ :

একটিমাত্র পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম :

সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল (Software Support Personnel)

শিক্ষাগত যোগ্যতা :

PGDCA বা কম্পিউটার সায়েন্সে (Computer Science) বিএসসি (B.Sc) করতে হবে। বিসিএ (BCA) বা DOEACC থেকে তিন বছরের ‘A’ লেভেল কোর্স করতে হবে।

বয়সসীমা :

সরকারি নিয়ম অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারিতে প্রার্থীর নির্ধারিত বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

আবেদনমূল্য :

এই পদে আবেদনের জন্য কোনওপ্রকার আবেদনমূল্য লাগবে না।

বেতন :

১৮ হাজার টাকা

নির্বাচনের পদ্ধতি :

আবেদনপত্র যাচাই করার পর একাধিক ধাপে পরীক্ষার পর চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

নথিপত্র স্ক্রিনিং

কম্পিউটার পরীক্ষা

ইন্টারভিউ

বিস্তারিত জানতে ক্লিক করুন