WBPSC Recruitment 2022: উৎসবের মধ্যে সুখবর! পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 07, 2022 | 9:00 AM

Recruitment 2022: সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নারকোটিকস ডিভিশনে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

WBPSC Recruitment 2022: উৎসবের মধ্যে সুখবর! পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
ছবি: ফাইল চিত্র

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই মর্মে পিএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নারকোটিকস ডিভিশনে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ১৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে ওবে ১১ নভেম্বর অবধি আবেদন করা যাবে বলেই জানা গিয়েছে। পিএসসির ওয়েবসাইট wbpsc.gov.in ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য রইল অন্যান্য বিস্তারিত তথ্য…

আবেদন ফি: সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ২১০ টাকা এবং অন্যান্য দুটি পদের জন্য ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

বয়স: সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ৩৬ বছর বয়স অবধি আবেদন করা যাবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স ৩৯ বছর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৪০ বছর অবধি আবেদন করা যাবে।

বেতন: এই পদগুলির জন্য ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা অবধি বেতন পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন এবং সংশ্লিষ্ট পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কী, জানতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article