কলকাতা: ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে ডব্লিউবিপিএসসি। সেই বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে।
ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে ৫০টি পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১১ অক্টোবর থেকে শুরু হবে আবেদন গ্রহণ। যা চলবে ১ নভেম্বর দুপুর ৩টে পর্যন্ত। অনলাইনেই আবেদনের জন্য ফি জমা দিতে হবে। ২ নভেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে।
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের ফিশারি সায়েন্স নিয়ে স্নাতক পাশ করতে হবে। তবে এই সব পদে আবেদনের বয়সসীমার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। ২৭ নভেম্বর পর থেকে এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশিত হবে কমিশনের ওয়েবসাইটে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।