Translator recruitment: অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার, কী যোগ্যতা লাগবে জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 27, 2023 | 6:42 AM

WBPSC: মাতৃভাষা ছাড়া অন্য ভাষাও বুঝতে বা বলতে পারেন, তাদের জন্য সুখবর। ট্রান্সলেটর পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Translator recruitment: অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার, কী যোগ্যতা লাগবে জানুন
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: যাদের ভাষায় দখল রয়েছে, মাতৃভাষা ছাড়া অন্য ভাষাও বুঝতে বা বলতে পারেন, তাদের জন্য সুখবর। ট্রান্সলেটর (Translator) পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর, ২০২৩। আগ্রহী প্রার্থীরা এখানে বিস্তারিত দেখে নিন।

শূন্যপদ

WBPSC-র মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের ১৪টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে বাংলা অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর ১০টি এবং নেপালি ও সাঁওতালি অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের ২টি করে পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৯ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বা বাংলা, সাঁওতালি এবং নেপালি ভাষায় অনার্স বা স্নাতকোত্তর ডিগ্রিতে অন্তত সেকেন্ড ক্লাস নিয়ে পাশ করতে হবে। এছাড়া ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার ক্ষমতা থাকতে হবে।

আবেদন ফি

অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদের জন্য জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের পরীক্ষার ফি ১৬০ টাকা রাখা হয়েছে। SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করার পরে এবং অনলাইনে আবেদন ফর্ম জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম-জেনারেটেড অ্যাকনেলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে কাজে লাগবে।

প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

Next Article