কলকাতা : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের গ্রন্থাগারগুলিতে এবার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। গ্রন্থাগারগুলির মোট ৭৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হয়ে। নবান্ন থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি জেলায় ১০ মে-র মধ্যে বাচাই কমিটি তৈরি করতে হবে। এরপর ১৭ তারিখের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। জানানো হয়েছে, আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। এরপর কতজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তার একটি তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। সেই তালিকায় স্থান পাওয়া আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৪ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত শূন্যপদ রয়েছে রাজ্যের গ্রন্থাগারগুলিতে। রাজ্যের গ্রন্থাগার দফতরের হিসেব অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমানের প্রতিটিতে ৫০ জনেরও বেশি গ্রন্থাগারিকের পদ খালি রয়েছে। পূর্ব মেদিনীপুরে শূন্যপদ রয়েছে ৪৪, পশ্চিম মেদিনীপুরে শূন্যপদের সংখ্যা ৪০। কলকাতাতেও ৪০ জনের বেশি পদ খালি রয়েছে। এর পাশাপাশি, বীরভূম জেলায় ৩৮ টি, নদিয়ায় ৩৭ টি এবং মুর্শিদাবাদে ৩৬ টি শূন্যপদ রয়েছে। এছাড়া, আলিপুরদুয়ারে শূন্যপদ রয়েছে ৬, কোচবিহারে ৩৪, দক্ষিণ দিনাজপুরে ১৪, দার্জিলিংয়ে (জিটিএ) ২১, জলপাইগুড়িতে ১৮, মালদায় ২৯,উত্তর দিনাজপুরে ১২ টি শূন্যপদ রয়েছে। সেই সঙ্গে বাঁকুড়ায় খালি রয়েছে ৩১ টি পদ, পশ্চিম বর্ধমানে ২৩ টি, হাওড়ায় ৩৬ টি, ঝাড়গ্রামে ১৭ টি এবং পুরুলিয়ায় ৩০টি।
উল্লেখ্য, রাজ্যের অনেকগুলি গ্রন্থাগারেই গ্রন্থাগারিকের পদ শূন্য ছিল। ফলে এক এক জন গ্রন্থাগারিককে একাধিক গ্রন্থাগারের (কখনও দু’টি আবার কখনও তিনটি) দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছিল। এতে গ্রন্থাগারিকদের উপর কাজের চাপ ভীষণভাবে বাড়ছিল। এবার এই শূন্যপদগুলিতে রাজ্য সরকার নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ফলে বর্তমানে কর্মরত গ্রন্থাগারিকদের উপর থেকে চাপ অনেকটা কমবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে রাজ্যের আওতাধীন গ্রন্থাগারগুলিতে শূন্যপদের সংখ্যা চার হাজারেরও বেশি। তাই আগামী দিনে এই ধরনের নিয়োগ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।