West Bengal Job: সারা দেশে বন দফতরে বিপুল কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন
West Bengal Job: এই পদে প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে, এরপর সেই আইডি দিয়ে লগইন করে এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২।
কলকাতা: করোনা আবহে গত দু বছর দেশের কর্মসংস্থান থমকে ছিল। ওমিক্রনের ঢেউ সামলে আবারও ধীরে ধীরে অর্থনীতি চাঙ্গা হচ্ছে দেশের, পাশাপাশি খুলছে দেশের কর্মসংস্থানের বাজারও। সরকারি, বেসরকারি সংস্থাগুলি নতুন করে কর্মী নিয়োগ করা শুরু করেছে। এই অবস্থায় দেশের কর্মীপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় বন দফতর। তারা সারা দেশে বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে। বন দফতরে এই নিয়োগ হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়া ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত হবে। যেহেতু এই কর্মী নিয়োগ কেন্দ্রীয় সরকার করছে ফলে যে কোনও ভারতীয় নাগরিকই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তবে এর পাশাপাশি নেপাল এবং ভূটানের নাগরিকরাও শর্তসাপেক্ষে এই পদে আবেদন করার যোগ্য।
মোট শূন্যপদ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় বন দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ১৫১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১ আগষ্ট ২০২১ এর হিসেবে হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটারনারি সাইন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, পদার্থবিদ্যা, স্ট্যাটিস্টিক অ্যান্ড জুলজি কিংম্বা কৃষি বিদ্যায় ব্যাচেলার ডিগ্রি, ফরেস্টি বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শারীরিকভাবে সুস্বাস্থ্যবা এবং সক্ষম হতে হবে।
আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র
এই পদে প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে, এরপর সেই আইডি দিয়ে লগইন করে এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২।
এই পদে আবেদন করতে মহিলা প্রার্থী, তপশিলি জাতি- উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না। বাকি সমস্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। এই আবেদন ফি সরাসরি অনলাইনে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ ফেব্রুয়ারি ২০২২।
সমস্ত পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রধান পরীক্ষা এবং এরপর সাক্ষাৎকার ভিত্তিতে। এই পরীক্ষা হবে রাজ্যের কলকাতা পরীক্ষা কেন্দ্রে।