কলকাতা: যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সাব-ডিভিশনাল অফিসের। করোনা পরবর্তী সময়ে যারা নানা কারণে চাকরির সমস্যায় রয়েছেন, তারা অনায়াসেই এই পদে আবেদন করতে পারেন।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতন
সাব-ডিভিশনাল অফিসে ব্লক লেভেল ফ্যাসিলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১টি। এই পদে আবেদন করতে প্রার্থীকে যে কোনও মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর মাইনোরিটি কালচার, মাদ্রাসা এবং ওয়াকফ ম্যাটার্স (Wakf Matters)-এ দক্ষতা থাকতে হবে। এছাড়াও সোশ্যাল সেক্টরে প্রার্থীর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারী প্রার্থীর বয়স ০১/০১/২০২১ এর মধ্যে ২৫ থেকে ৬০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীর বেতন প্রতি মাসে ১০,০০০ টাকা, সঙ্গে অন্যান্য খরচ হিসেবে দেওয়া হবে সর্বোচ্চ ৫০০০ টাকা। অর্থাৎ নির্বাচিত ব্যক্তির মোট বেতন মাসিক ১৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি, নিয়োগের স্থান, আবেদনের সময়সীমা
প্রার্থীরা এই পদের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সাদা কাগজে হাতে লিখে বা টাইপ করে আবেদনপত্র সাব-ডিভিশনাল অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রার্থীকে দু’কপি বর্তমান সময়ের পাসপোর্ট সাইজ কালার ছবি, সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, এবং সেলফ অ্যাটেস্টেড করা দুটি স্ট্যাম্প এনভেলপ আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।
নদীয়া জেলার তেহট্ট ব্লক ২-এর সাব-ডিভিশনাল অফিসে এর নিয়োগ হবে। আবেদনকারীদের ওই ব্লকের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। আবেদন করার শেষ তারিখ আগামী ৪ অক্টোবর ২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।