WBPSC Recruitment 2023: মাধ্যমিক পাশেই সরকারি চাকরি, বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের
WBPSC Recruitment 2023: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। একাধিক ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
কলকাতা: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। একাধিক ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্য়ের সরকারি দফতরগুলিতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দুই ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া আবেদনকারীদের প্রতি মিনিটে ২০টি ইংরেজি শব্দ ও ১০টি বাংলা শব্দ টাইপ করতে জানতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদন করার ন্যূনতম বয়স হল ১৮ বছর। সর্বাধিক বটয়স ৪০ বছর ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণিগুলির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ১১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি-
অবজেকটিভ পরীক্ষা ও লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in- এ ক্লিক করতে হবে।
- এবার হোমপেজে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে।
- এবার আবেদন পত্র পূরণ করুন।
- এর পরের ধাপে রেজিস্টার করুন এবং লগ ইন ডিটেইল দিন।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আবেদন পত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এবার অনলাইন বা অফলাইনে আবেদন ফি জমা দিন।
- সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা পড়ে যাবে।