AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Career Tips: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সাবজেক্ট কম্বিনেশনে Business Mathematics থাকলে কী কী উপকার হয় জানেন?

Career Tips: ফিনান্স, ব্যাংকিং ও একাউন্টিং-এ শক্ত ভিত্তি তৈরি হয়। এই বিষয় ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, কর হিসাব, ইএমআই, শেয়ার মার্কেট এসব বিষয়ে ভিত্তি গড়ে তোলে।

Career Tips: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সাবজেক্ট কম্বিনেশনে Business Mathematics থাকলে কী কী উপকার হয় জানেন?
| Updated on: May 06, 2025 | 5:03 PM
Share

Business Mathematics (ব্যবসায়িক গণিত) এমন একটি বিষয়, যা ব্যবসা, অর্থনীতি, ফিনান্স এবং ব্যবস্থাপনার জগতে ব্যবহারিক ও বিশ্লেষণধর্মী দক্ষতা গড়ে তোলে। ক্লাস ১১ ও ১২-এ এই বিষয় নিয়ে পড়াশোনা করার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে।

কেন Business Mathematics পড়বেন?

বাস্তব ব্যবসায়িক সমস্যার গণিতভিত্তিক সমাধান শিখতে
ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে প্রায় সবক্ষেত্রেই বিশেষ বিশ্লেষণ দরকার হয়। যেমন লাভ-ক্ষতি, সুদের হিসাব, বাজেট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ইত্যাদি। এই বিষয়টি সেই দক্ষতা গড়ে তোলে।

আবার ব্যবসা বা ফিনান্সে সফল হতে হলে ডেটা পড়তে ও ব্যাখ্যা করতে জানতে হয়। বিজনেস ম্যাথ-এ স্ট্যাটিস্টিকস, গ্রাফ বিশ্লেষণ, প্রবণতা (trend) নির্ণয় শেখানো হয়।

ফিনান্স, ব্যাংকিং ও একাউন্টিং-এ শক্ত ভিত্তি তৈরি হয়। এই বিষয় ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, কর হিসাব, ইএমআই, শেয়ার মার্কেট এসব বিষয়ে ভিত্তি গড়ে তোলে।

শুধু একাডেমিক নয়, বাস্তব জীবনে প্রয়োগযোগ্য—একজন উদ্যোক্তা, হিসাবরক্ষক, ফিনান্স ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্টের কাজে সরাসরি উপকারী।

কারা এই বিষয়টি নেবেন?

যারা Commerce বা Business Studies ব্যাকগ্রাউন্ডে আছেন এবং যাদের অঙ্কে আগ্রহ আছে, কিন্তু Pure Mathematics নয় তাঁরা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। যারা ভবিষ্যতে Finance, Economics, CA, CFA, BBA, MBA, বা Banking-পেশায় যেতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়। যারা Entrepreneurship বা Business Planning শিখতে আগ্রহী তাঁরাও উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয়ে পড়াশোনা করতে পারেন।

পরবর্তীতে যে সব বিষয় নিয়ে কেরিয়ারের সুযোগ রয়েছে তা হল

১। Chartered Accountancy (CA)রের

২। Cost and Management Accountancy (CMA)

৩। Bachelor of Business Administration (BBA)

৪। Bachelor in Finance / Economics / Actuarial Science

৫। Banking, Stock Market, Data Analysis, Business Analytics

৬। MBA in Finance, Marketing, Operations ইত্যাদি।

বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-