Career Tips: ১১ এবং ১২ ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে শক্তিশালী সাবজেক্ট কম্বিনেশন কী জানেন?
Career Tips: Commercial Law+Business Studies +Statistics। উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয় নিয়ে পড়াশোনা করা দুর্দান্ত সিদ্ধান্ত। কেন উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এই কম্বিনেশন অত্যন্ত কার্যকর?

একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অনেকেই কমার্স নিয়ে পড়াশোনা করেন। সেখানে নানা রকম মনের মতো সাব্জেক্ট কম্বিনেশন বেছে নেয়। অনেক ক্ষেত্রে সঠিক গাইডেন্সের অভাবে সাবজেক্ট কম্বিনেশন বাছতে ভুল হয়ে যায়। যার জন্য ভুগতে হতে পারে স্নাতক বা আর উচ্চ স্তরে পড়াশোনা করতে গিয়ে। এই প্রতিবেদনে রইল একটি কার্যকরী সাবজেক্ট কম্বিনেশনের হদিশ। Commercial Law+Business Studies +Statistics। উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয় নিয়ে পড়াশোনা করা দুর্দান্ত সিদ্ধান্ত। কেন উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এই কম্বিনেশন অত্যন্ত কার্যকর?
Commercial Law শেখায় ব্যবসা সংক্রান্ত আইন-কানুন, যেমন চুক্তি, প্রতিষ্ঠান গঠন, ভোক্তার অধিকার ইত্যাদি। Business Studies শেখায় ব্যবসা পরিচালনা, অর্থ ব্যবস্থাপনা, বিপণন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রভৃতি। Statistics শেখায় ডেটা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং মার্কেট রিসার্চ। এই তিনটি বিষয় এক সঙ্গে বাস্তব জীবনের ব্যবসা ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই কম্বিনেশন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সমস্যা সমাধানের কৌশল ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা গড়ে তোলে।
এই বিষয়গুলো ভবিষ্যতে BBA (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), BBS (ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ), অর্থনীতি, অ্যাকাউন্টিং, বাণিজ্যিক আইন, বা স্ট্যাটিসটিক্স নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে মাইলেজ দেয়।
ভবিষ্যৎ কেরিয়ারের সুযোগ:
এই বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সেক্টরে এইচ আর ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ বা বিজনেস কনসাল্টের মতো চাকরির সুযগ রয়েছে। রয়েছে BCS বা ব্যাঙ্কে সরকারি চাকরির সুযোগে, স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণার সুযোগ। যেতে পারেন আইনি পেশায়। হতে পারেন আইনজীবিও।
এছাড়া অনলাইন মার্কেটিং, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স, কর ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রেও ভালো চাকরির সুযোগ রয়েছে।
Commercial Law, Business Studies এবং Statistics—এই তিনটি বিষয় একসঙ্গে পড়া মানে একজন শিক্ষার্থী ব্যবসা, আইন এবং বিশ্লেষণী ক্ষমতার চর্চা এক সঙ্গে চর্চা করছে। ভবিষ্যতে তাই এর লাভও অনেক বেশি।
