কলকাতা: সরকারি চাকরি করতে চান অনেকেই। কিন্তু কোন চাকরিতে আবেদন করবেন, তা বুঝতে পারেন না। সরকারি চাকরির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় শিক্ষাগত যোগ্যতাও। সরকারি চাকরির জন্য প্রচুর পড়াশোনার প্রয়োজন পড়ে, এই ধারণা কিন্তু ভুল। কম পড়াশোনাতেও অনেক সরকারি চাকরি পাওয়া যায়। এমনই কিছু সরকারি চাকরিরই খোঁজ দেওয়া হল-
১. লাইফগার্ড- বিভিন্ন বিনোদন পার্ক বা সমুদ্র সৈকতে সরকারের তরফে লাইফগার্ড নিয়োগ করা হয়। জলে যারা নামছেন, তাদের উপরে নজর রাখার জন্যই লাইফগার্ড নিয়োগ করা হয়। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করা যায়। তবে ফিটনেস সার্টিফিকেট অবশ্যই লাগবে।
২. লাইব্রেরি অ্যাসিস্টেন্ট- সরকারি লাইব্রেরি বা গ্রন্থাগারগুলিতে বইয়ের হিসাব রাখতে, ফোনের জবাব দেওয়ার জন্য লাইব্রেরি অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হয়।
৩. ডেটা এন্ট্রি ক্লার্ক– বিভিন্ন সরকারি দফতরে ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হয়।
৪. পোস্টাল ক্লার্ক– ডাক বিভাগে চিঠি ও পার্সেল সংগ্রহের জন্য এবং স্ট্যাম্প বিক্রির জন্য ক্লার্ক পদে নিয়োগ করা হয়।
৫. সাবওয়ে কর্মী- সরকারি যে সাবওয়েগুলি রয়েছে, তা রক্ষণাবেক্ষণের জন্যও প্রচুর সাফাই কর্মী ও রক্ষণাবেক্ষণের কর্মী নিয়োগ করা হয়।