Rozgar Mela: ৭৫,০০০ জনকে চাকরি কেন্দ্রের, সরকারের কোন পদে মিলবে কাজের সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 23, 2022 | 12:08 AM

Rozgar Mela: শনিবার 'রোজগার মেলা'-র সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানেই ৭৫ হাজার ষুবকে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে।

Rozgar Mela: ৭৫,০০০ জনকে চাকরি কেন্দ্রের, সরকারের কোন পদে মিলবে কাজের সুযোগ
ছবি সৌজন্যে : টিভি৯ বাংলা

Follow Us

শনিবার ভার্চুয়ালি ‘রোজগার মেলার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেই দেশের বিভিন্ন রাজ্যের ৭৫ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘রোজগার মেলার’ সূচনা উপলক্ষে প্রথম দিনেই ৭৫,০০০ যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মোদীর ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগ কর্মসূচির অধীনে মোট ১০ লক্ষ্য কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এদিন ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী কয়েক মাসে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।’

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

সমগ্র ভারতের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত এই ৭৫ হাজার প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের ৩৮ মন্ত্রকে কাজ করবেন। ‘রোজগার মেলার’ অধীনে প্রায় সব মন্ত্রক, স্বায়ত্তশাসিত সংস্থা, পিএসইউ, বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে গ্রুপ-এ, গ্রুপ-বি (গেজেটেড), গ্রুপ-বি (নন-গেজেটেড), গ্রুপ-সি পদে কাজ করবেন।

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (Central Armed Force Personnel), সাব ইনস্পেক্টর (Sub Inspector), কনস্টেবল (Constable), এলডিসি (LDC), স্টেনো, পিএ (PA), আয়কর কর্তা (Income Tax Inspectors) ও এমটিএস (MTS) সহ বিভিন্ন পদে তাঁদের নিয়োগ করা হবে।

প্রধান মন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলিকে মিশন মোডে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এসব মন্ত্রক বা বিভাগগুলি নিজেরাই বা ইউপিএসসি , এসএসসি বা রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের মতো সর্বভারতীয় নিয়োগ সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে।

Next Article