কলকাতা: পেশাদারদের কাছে LinkedIn নামটি খুবই পরিচিত। নতুন চাকরি সন্ধান হোক, অথবা পেশাদারের মধ্য আলোচনার মাধ্যম, সব দায়িত্বই গুরুত্ব পূর্ণভাবে পালন করে এই ‘প্রফেশনাল সোশ্যাল মিডিয়া’। এহেন লিঙ্কডইন ও বিখ্যাত মোবাইল ও ল্যাপটপ নির্মাতা সংস্থা অ্যাপেলকে নিয়েই আজকের এই প্রতিবেদন। গত সপ্তাহে যতজন লিঙ্কডইন ব্যবহারকারী অ্যাপেলে চাকরি করেন বলেন এই অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, সেই সংখ্যাটা ২৪ ঘণ্টার মধ্যেই অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে কী একের পর এক কর্মী অ্যাপেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ? না বিষয়টা তেমন নয়। অসংখ্যা ভুয়ো অ্যাকাউন্টে থেকে লিঙ্কডইনে অ্যাপেলে চাকরি করার দাবি জানানো হয়েছিল, এবার সেই ভুয়ো অ্যাকাউন্টগুলিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে অ্যাপ কর্তৃপক্ষ। ভুয়ো অ্যাকাউন্টগুলিকে লিঙ্কডইন থেকে মুছে ফেলা হয়েছে।
পেশাদার নেটওয়ার্কিং সাইটে ডেটা ট্র্যাককারী ডেভেলপার জে পিনহোই প্রথম যিনি রাতারাতি অ্যাপেল ও অ্যামাজন থেকে কর্মী কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন। গোটা ঘটনার কথা তিনি সাইবার সিকিউরিটি ব্লগ ক্রেবেসের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
চলতি মাসের ১০ তারিখ প্রায় ৫ লক্ষ ৭৬ হাজার ৫৬২ জন লিঙ্কডইন ব্যবহাকারী অ্যাপেলে চাকরি করেন বলে নিজেদের নাম এখানে নথিভুক্ত করেছিলেন। পরের দিনই সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ২ লক্ষ ৮৫ হাজার। পিনহো জানিয়েছে একই ঘটনা অ্যামাজনের সঙ্গেও ঘটেছে। লিঙ্কডইনে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ৩৩ শতাংশ কমেছে। সাইবার বিশেষজ্ঞরা মনে করেন, এই ভুয়ো অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়। সেরা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম নিজেদের প্রোফাইলে ব্যবহার করে তারা অন্যদের বিশ্বাস অর্জন করতে চায়।