পশ্চিম বর্ধমান: কে হবেন মেয়র ? শহরজুড়ে নানা জল্পনা। ৯১ জন প্রার্থীর জয়। আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) বোর্ড দখল করল তৃণমূল (TMC)। ভোটে আগে মেয়র প্রোজেক্ট কেউ ছিলেন না। দল না বললেও জল্পনার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ অভিজিত ঘটক, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি অশোক রুদ্র, কুলটির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রাক্তন পুরচেয়ারম্যান তথা বিদায়ী পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
উজ্জ্বল চট্টোপাধ্যায় সাবেক কুলটি পুরসভার ২০ বছরের চেয়ারম্যান ছিলেন। ছিলেন ১৫ বছরের বিধায়ক। একুশের বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। কিন্তু পুরভোটে তাঁকে টিকিট দিয়েছে দল। পুরভোটে দলের আদি নেতাতেই ভরসা রেখেছিল তৃণমূল এমনটা স্পষ্ট বোঝা গিয়েছিল। ফলে উজ্জ্বল যে ব্যতিক্রম তা ফের প্রমাণিত হয়। পুরনির্বাচনে জয়লাভও করেছেন তিনি।
মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক মেয়র পদের দৌড়ে বেশ এগিয়ে। অভিজিৎ ১৫ বছরের কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। বর্তমানে আইএনটিটিউসি জেলা সভাপতির পদে রয়েছেন।
অমরনাথ চট্টোপাধ্যায় সাবেক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। বৃহত্তর পুরনিগমের পুরচেয়ারম্যানও ছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর পুরপ্রশাসক পদে কর্তব্যরত ছিলেন অমরনাথ। প্রশাসনিক পদের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর ২৫ বছরের কাউন্সিলর পদে থাকার অভিজ্ঞতা রয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন অশোক রুদ্র। বর্তমান তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতির পদে রয়েছেন। আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যও তিনি ছিলেন। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন হওয়ায় সম্ভবনা রয়েছে তাঁর মেয়র পদপ্রাপ্তির।
শহরবাসীরা তাঁদের মেয়র করার দাবি তুললেও মুখে কুলুপ এঁটেছেন অমরনাথ, উজ্জ্বল, অশোক ও অভিজিৎ। তাঁদের দাবি দল ও দলনেত্রী যা সিদ্ধান্ত নেবেন তাঁকে দায়িত্ব দেওয়া হবে পুরনিগমের। তাঁরা দলের সৈনিকমাত্র।
অনেকেই বলছেন, দলের নাম তৃণমূল। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত পুরবোর্ডে সবাইকে চমকে দিয়ে মেয়র করেছিলেন জিতেন্দ্র তেওয়ারিকে। সেরকম এবার কেউ নতুন মুখ উঠে আসবে কিনা তা নিয়েও জল্পনা থামছে না। ভোটের পর আসানসোলে কার্যত সবুজ ঝড়। সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে জয়লাভ করে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। একমাত্র শিলিগুড়িতেই গৌতম দেবকে মেয়র ঘোষণা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। বাকি পুরনিগমগুলি নিয়ে এখনও সিদ্ধান্ত জানাননি তৃণমূল নেত্রী। ফলে আসানসোলে মেয়র কে হবে, তা নিয়ে জল্পনা থাকছেই।
আরও পড়ুন: Anubrata Mondal Summoned: এতদিন ‘অসুস্থ’ ছিলেন, গরু পাচারকাণ্ডে এবার ‘একটু সময় চেয়ে নিলেন’ অনুব্রত