AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal-India News Today Live: আজ মালদহে মোদী, কী বার্তা দেবেন?

| Updated on: Jan 17, 2026 | 11:30 AM
Share

Breaking News in Bengali Live Updates: শনিবার ও রবিবার বাংলায় দুটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার মালদহে। আর রবিবার হুগলির সিঙ্গুরে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও চড়ছে রাজনীতির পারদ। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা জারি। দিনভর প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal-India News Today Live: আজ মালদহে মোদী, কী বার্তা দেবেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 17 Jan 2026 11:30 AM (IST)

    বন্দে ভারত স্লিপারে ইট বৃষ্টির প্ল্যান?

    •  বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর আগেই হামলার আশঙ্কা। পাথর বৃষ্টি করা হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনকে লক্ষ্য করে।
    • এই আশঙ্কাতেই এবার আরপিএফের তরফে চিঠি দেওয়া হল মালদহের কালিয়াচক থানার আইসি-কে। পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
    • সুবোধ কুমার সাউ নামক এক ব্যক্তি ইমেইল মারফত তাদের জানিয়েছেন যে কিছু দুষ্কৃতীরা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া ও কালো পতাকা দেখানোর ষড়যন্ত্র করছে। বন্দে ভারত স্লিপার ট্রেন মালদহ স্টেশন ছাড়তেই জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙায় পাথর ছোড়া হতে পারে।
  • 17 Jan 2026 10:41 AM (IST)

    Mamata Banerjee: আজ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে থাকবেন মমতা

    • আজ উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে মোদীর সভা। অন্যদিকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী-সহ একাধিক বিচারপতি।
    • জলপাইগুড়িতে ৫০১ কোটি টাকা খরচে তৈরি হয়েছে সার্কিট বেঞ্চ। রাজ্যের তরফেই এই অর্থ প্রদান করা হয়েছে। এ নিয়ে এলাকায় প্রচার করছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, মানুষের দাবিকে মান্যতা দিয়েই কেন্দ্র এই সার্কিট বেঞ্চের অনুমোদন দিয়েছে।
    • আজ একদিকে মালদহে যখন সভা করবেন নরেন্দ্র মোদী, তখন জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে থাকবেন মমতা।
  • 17 Jan 2026 10:37 AM (IST)

    Kolkata: কলকাতায় পুলিশ অফিসারের বিরুদ্ধে তরুণী পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ

    Allegation Against Police Officer (1)

    কী বলছেন তরুণী?

    • কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তরুণী পরিচারিকা। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই অফিসার তাঁর শ্লীলতাহানি করেন বলে তরুণীর অভিযোগ।
    • ঘটনায় আতঙ্কে রয়েছেন তিনি। এমনকি, থানায় গিয়েও অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। ইমেইল মারফত ওই অফিসারের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
    • ওই তরুণী বলেন, “আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম। উনি পিছন থেকে এসে জড়িয়ে ধরেন। আমার সম্মান নিয়ে টানাটানি করেন। তখন আমি তাঁকে ছিটকে ফেলে দিই। তখন উনি আমাকে হুমকি দেন, আমাকে দেখে নেবেন। তারপর উনি ময়লা ফেলার প্লাস্টিকে একটা বিস্কুটের প্যাকেট ও কিছু জিনিস ঢুকিয়ে রাখে। আমাকে চোর অপবাদ দেয়।”

    বিস্তারিত: ‘বাড়ির সবাই বেরিয়ে যেতেই…’, কলকাতায় পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক তরুণী পরিচারিকা

  • 17 Jan 2026 10:32 AM (IST)

    PM Modi: প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে: মোদী

    • ভোটমুখী বাংলায় সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে সভা রয়েছে তাঁর। আর রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন।
    • শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ মালদহ টাউন স্টেশনে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে প্রথমে তিনি হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এরপর পৌনে ২টা নাগাদ সাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে সভা রয়েছে মোদীর। সেখানে প্রথমে সরকারি কর্মসূচিতে ৩২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। তারপর রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন। রাজনৈতিক ওই সভায় মোদী কী বলেন, সেটাই দেখার।
    • তবে বাংলায় আসার আগেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বিজেপির সমাবেশে আমি মালদহ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাওয়ার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।”

ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনীতির পারদ চড়ছে বাংলায়। রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা। এই আবহে ২ দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ (শনিবার) মালদহে সভা তাঁর। আবার রবিবার সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করেও রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে প্রতিদিন ঘটনার ঘনঘটা। শনিবার দিনভর নানা ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Published On - Jan 17,2026 10:23 AM