AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Thakur: যেখানে প্রশ্নের মুখে মতুয়াদের নাগরিকত্ব, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কী জানালেন শান্তনু ঠাকুর?

শান্তনু ঠাকুর যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, তখন মতুয়া মহলে আশার আলো তৈরি হয়েছিল, হয়তো এসআইআর নিয়ে তাঁদের নাগরিকত্ব জটিলতা নিয়েই কথা বলতে গিয়েছেন মন্ত্রী। কিন্তু শান্তনু ঠাকুর আবার দাবি করেছেন, তাঁর এই নিয়ে কোনও কথা হয়নি।

Shantanu Thakur: যেখানে প্রশ্নের মুখে মতুয়াদের নাগরিকত্ব, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কী জানালেন শান্তনু ঠাকুর?
রাষ্ট্রপতির সঙ্গে দেখা শান্তনু ঠাকুরেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 2:56 PM
Share

নয়া দিল্লি: মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর দাবি, এসআইআর জটিলতা নিয়ে তাঁর কথা হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তাঁর রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে বলে দাবি শান্তনু ঠাকুরের। CAA নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর দাবি তুলেছেন তিনি। শান্তনু ঠাকুর যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান, তখন মতুয়া মহলে আশার আলো তৈরি হয়েছিল, হয়তো এসআইআর নিয়ে তাঁদের নাগরিকত্ব জটিলতা নিয়েই কথা বলতে গিয়েছেন মন্ত্রী। কিন্তু শান্তনু ঠাকুর আবার দাবি করেছেন, তাঁর এই নিয়ে কোনও কথা হয়নি।

বুধবার মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে ৬ সদস্যকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান শান্তনু ঠাকুর। বেরিয়ে এসে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমাদের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ওনাকে জানিয়েছি, মতুয়ারা নাগরিকত্ব পেতে চলেছে।” এসআইআর বিষয়ে তিনি বলেন, ” এসআইআর নিয়ে ওনাকে বলিনি। কারণ এবিষয়টি তাঁর এক্তিয়ার নয়। নাগরিকত্ব পেতে দেরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা নিরাপত্তারও ব্যাপার রয়েছে। তাই দেরি হচ্ছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বলেছি।” এক্ষেত্রে বলতেই হচ্ছে, প্রায় ৭০ হাজার লোক আবেদন করেছেন, মাত্র ৭০০ জন সার্টিফিকেট পেয়েছেন। তাঁর অভিযোগ, মুখ্য়মন্ত্রী ও শাসকদলের নেতাদের প্ররোচনায় মানুষ এই নিয়ে ভুল বুঝছেন। তাঁর বক্তব্য, “যাঁরা CAA-র বিরোধ করেছিলেন, তাঁদের দায় নিতে হবে।”

তিনি স্পষ্ট করে দেন,  যারা CAAতে আবেদন করেছেন, তাঁদের কাগজ দেখিয়ে এসআইআর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এদিন বনগাঁয় সভা রয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু শান্তনু নেই কলকাতাতে। সে প্রসঙ্গে অবশ্য শান্তনুর বক্তব্য, ,তাঁর অনেক আগে থেকেই রাষ্ট্রপতির কাছে সময় নেওয়া ছিল।