Municipal Elections 2022: ‘কাউকে ভোট দিতে দিচ্ছে না’, হাউ হাউ করে কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Feb 27, 2022 | 1:45 PM

West Bengal Municipal Election: এক এক জন একাধিকবার ভোট দিচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী।

রবিবার ভোট শুরু হওয়ার পর থেকেই অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। একাধিক জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর সেই অভিযোগ জানাতে গিয়েই সংবাদমাধ্যমের সামনে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী। বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সীমা বিশ্বাসের অভিযোগ, কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ঠাকুর পল্লী বনবিহারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট লুট হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কেঁদে ভাসিয়েছে বিজেপি প্রার্থী।

তিনি বলেন, ‘এ ভাবে ভোট হয় না। এক একজন দুবার- তিনবার করে ভোট দিচ্ছে। কাউকে ভোট দিতে দিচ্ছে না।’ অভিযোগ অস্বীকার করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বন্দনা দাস। তিনি বলেছেন, ‘বিরোধীরা তাঁদের ওপরে হামলা চালিয়েছে এবং নাটক করছে। বিরোধীরাই অশান্তি করছে বলে দাবি তাঁর।’

আরও পড়ুন: গাড়িতে ভাঙচুর, উত্তপ্ত কামারহাটি, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অর্জুন সিং

Published on: Feb 27, 2022 01:44 PM