Municipal Elections 2022: কারও মাথা ফাটল, কারও ঘরে চলল ভাঙচুর, রাতভর উত্তেজনা সোনামুখীতে
West Bengal Municipal Election: গভীর রাত পর্যন্ত চলতে থাকে তৃনমূলের বিক্ষোভ। তাঁদের দাবি, শুধু এলাকার লোক নয়, বাইরে থেকে লোক এনে অশান্তি করা হচ্ছে।
বাঁকুড়া: ভোটের আগে রাতভর ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার সোনামুখীতে। বিক্ষোভ, পালটা বিক্ষোভে ছড়াল উত্তেজনা। শনিবার রাতে প্রথমে বহিরাগতদের এনে শহরে ভোট করানোর প্রতিবাদে সোনামুখীর চৌরাস্তা মোড়ে অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মীরা। রাত প্রায় বারোটা নাগাদ সেই বিক্ষোভ অবরোধ ওঠে। বামেদের অবরোধ উঠতেই চৌরাস্তা মোড়ের দখল নেয় তৃনমূল। তৃনমূলের দাবি, সিপিএমের লোকজন তাঁদের সদস্যদের মারধর করেছে।
শাসক দলের কর্মীদের অভিযোগ, অন্তত ৯ জনকে মারধর করা হয়েছে ও ১৪ টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাম সমর্থিত নির্দল প্রার্থী সঞ্জয় চট্টোপাধ্যায় নেতৃত্বে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে ও তাঁর বাবাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃনমূল কর্মীরা। গভীর রাত পর্যন্ত চলতে থাকে তৃনমূলের বিক্ষোভ। তাঁদের দাবি, শুধু এলাকার লোক নয়, বাইরে থেকে লোক এনে অশান্তি করা হচ্ছে। কোনও কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোনও কর্মীকে মেরে রাস্তায় ফেল দেওয়া হয়েছে।
সিপিএমের দাবি, তৃনমূল নাটক করছে। এই নাটক না করে শহরে শান্তিপূর্ণ ভোট করানোর দাবি জানিয়েছে বামেরা। তাঁদের দাবি, তৃণমূলের অনেকেই বলছেন ভোট দিতে চান, কিন্তু দিতে পারছেন না। সিপিএম নেতা মনোজ চক্রবর্তী বলেন, মানুষকে ভোট দিতে দিন। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করুক, এটা সোনামুখীর দীর্ঘদিনের সংস্কৃতি। তাঁর দাবি, বাইরে থেকে লোক এনে অশান্তি করা হচ্ছে। এখনও যদি কেউ লুকিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি জানিয়েছেন তিনি।
রবিবার রাজ্যের ১০৭ পুরসভায় হচ্ছে ভোটগ্রহণ। রাজ্য পুলিশের নিরাপত্তাতেই হবে ভোটগ্রহণ।
আরও পড়ুন: রাজ্য পুলিশের নিরাপত্তাতেই আজ ভোটগ্রহণ ১০৭ পুরসভায়