KMC Election 2021 : ছবি: রাজা তোর মাস্ক কোথায়?
TV9 Bangla Digital | Edited By: Soumya Saha
Dec 18, 2021 | 12:34 AM
COVID 19 Norms Violated: তপ্ত কলকাতার রাজনীতি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কোনও পক্ষই একে অন্যকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর এরই মধ্যে অনেকেই বেমালুম ভুলেছেন করোনা বিধি।
1 / 11
নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে করোনার বিধিনিষেধ। জারি রয়েছে অতিমারি আইন। সব সময় মাস্ক পরা বাধ্যতামূলক। মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধি। যথাযথ স্বাস্থ্যবিধি অবশ্যই পালন করতে হবে। নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কথাগুলি। কিন্তু নিয়ম কি শুধু আম জনতার জন্য? আর রাজনেতাদের সব ছাড়? ভোটের কলকাতার ছবিটা তো অন্তত সেই কথাই যেন বুঝিয়ে দিচ্ছে।
2 / 11
ভোটের প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ঝাঁঝালো বক্তব্য পেশ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাস্কটা? বেমালুম মাস্ক পরতে ভুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
3 / 11
শেষ বেলার প্রচারে নেমে ঝোড়ো ব্যাটিং। কিন্তু মাস্কের দেখা নেই অভিষেকের মুখে। কলকাতাকে পৌরনিগমকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এতদিন, সেই ফিরহাদ হাকিমের মুখ থেকেও উধাও হয়ে গিয়েছে মাস্ক।
4 / 11
শুধু তৃণমূলই নয়, প্রচারে নেমে মাস্কের কথা ভুলেছেন পদ্ম নেতারাও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রচারে বেরিয়ে গলায় মালা, উত্তরীয় পরেছেন বটে... কিন্তু মাস্কটা ভুলে গিয়েছেন।
5 / 11
মাস্ক পরতে ভুলেছেন বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসুও। সঙ্গে দলের অন্যান্য নেতাদেরও কারও মুখেই মাস্কের দেখা নেই। প্রচারের ব্যস্ততায় মাস্ক পরতে ভুললে চলবে কীভাবে?
6 / 11
ফিরহাদ, অভিষেক কারও মুখেই মাস্ক নেই, অথচ রাজ্যে নাকি করোনা-বিধি চলছে, মাস্ক পরা নাকি বাধ্যতামূলক
7 / 11
অভিষেকের মতো মাস্ক নেই মালা রায়ের মুখেও। এর আগেও বিধানসভা ভোটের সময় এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী থেকেছিল বাংলা।
8 / 11
এই যদি নেতাদের অবস্থা হয়, তাহলে নিচু তলার কর্মীদের অবস্থা কী হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রিয় নেতার প্রচারে ভিড় জমানো কর্মী, সমর্থকদের অবস্থা দেখলে বোঝার উপায় নেই রাজ্যে অতিমারি আইন চলছে।
9 / 11
শারীরিক দূরত্ববিধির যেন কোনও বালাই নেই, মাস্ক তো বাদই দেওয়া যাক।
10 / 11
অভিষেকের শেষ বেলার প্রচারে থিক থিক করছে দলের কর্মী সমর্থকদের ভিড়। এই ভিড়ের মধ্যে থেকে আবার দাঁত-নখ বের করবে না তো করোনা?
11 / 11
কারও মুখে মাস্ক আছে, কারও নেই.... এখান থেকে সংক্রমণ ছড়ালে দায় নেবে তো সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি? উঠছে প্রশ্ন