Durgapur Purba Assembly Election Result 2021 Live Update in Bengali: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র: দুর্গাপুর পূর্ব আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস
Durgapur Purba Assembly Election Result 2021 Live Update in Bengali: দুর্গাপুর পূর্ব কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

আট দফার নির্বাচন শেষে এবার সকলের চোখ ফলাফলের দিকে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী দীপ্তাংশু চৌধুরী। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন প্রদীপ মজুমদার। সংযুক্ত মোর্চার প্রার্থী আভাস রায়চৌধুরী। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া।
একঝলকে দেখে নিন এই বিধানসভার আপডেট…
- দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার জয়ী ।
২০১৬ বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব
দুর্গাপুর পূর্ব বিধানসভায় গত নির্বাচনে সিপিএম প্রার্থী সন্তোষ দেবরায় জয়ী হন। তিনি তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে ৯,১৩১ ভোটে হারিয়েছিলেন। সন্তোষ দেবরায় পেয়েছিলেন ৮৪,২০০ ভোট। প্রদীপ মজুমদার পেয়েছিলেন ৭৫০৬৯ ভোট। তৃতীয় স্থান অধিকারী বিজেপি প্রার্থী অখিল মণ্ডল ২৩,৩০২ ভোট পেয়েছিলেন।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৩১,৩১৩ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৮৬,৭৩৯ জন। এখানে ৮২.৩ শতাংশ ভোট পড়েছিল
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: সন্তোষ দেবরায় মোট ভোট: ৮৪,২০০ মোট ভোটার: ২,৩১,৩১৩ ভোটার ভোটদান: ৮২.৩ শতাংশ
