গোয়া: গত ২৯ অক্টোবর সকলে রীতিমতো চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সেদিন গোয়ায় উপস্থিত ছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই ৪৮ বছর বয়সী তারকা লিয়েন্ডার বলেছিলেন, ‘দিদি প্রকৃত চ্যাম্পিয়ন। ওনার নেতৃত্বে কাজ করব বলেই তৃণমূলে যোগদান।’ এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিয়েন্ডার জানালেন, গোয়ায় ভাল সরকার গঠনই তাঁর লক্ষ্য। তাঁর লক্ষ্য, ভাল প্রশাসনে সিঙ্গাপুরের সমতুল করতে চান গোয়াকে। আর তা এক মাত্র তৃণমূলই তৈরি করতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। তার আগে এই উপকূলের রাজ্যে ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিওকে দলে টেনেছেন তিনি। লিয়েন্ডার পেজের পাশাপাশি প্রখ্যাত অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভুও যোগ দিয়েছেন তৃণমূলে। কংগ্রেস ভেঙে আরও বহু এগিয়ে এসেছেন মমতার হাত ধরতে।
লিয়েন্ডার রাজনীতির জগতে পা দিয়েই দারুণ উদ্যোগী। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছেন তিনি। শুরু করে দিয়েছেন জনসংযোগ। লিয়েন্ডার পেজের কথায়, “ভারতের হয়ে আমি ৩০ বছর প্রতিনিধিত্ব করেছি। এবার আমার ক্ষেত্রটা শুধুমাত্র বদলাল। কিন্তু টেনিস কোর্টে যেমন হার্ড ওয়ার্ক করতাম, এখানেও তার অন্যথা হবে না। সমাজে ঐক্য, শান্তি আনাই আমার লক্ষ্য।”
লিয়েন্ডার পেজ জানান, আম আদমি পার্টি, কংগ্রেস সর্বত্রই তাঁর বন্ধু থাকা সত্ত্বেও রাজনীতির ক্ষেত্র হিসাবে তিনি তৃণমূলকেই বেছেছেন। কারণ, তৃণমূলই পারবে উজ্জ্বল গোয়া উপহার দিতে, বিশ্বাস লিয়েন্ডারের। লিয়েন্ডার পেজ বলেন, “গোয়া প্রশাসন দক্ষতায় সিঙ্গাপুরের মতো হোক সেটাই চাই। গোয়া বাকিদের কাছে দৃষ্টান্ত তৈরি করুক। আমার মনে হয় তৃণমূল সেটা দিতে পারবে। গোয়ানদের জন্য গোয়াই এখন মূল দাবি। একমাত্র তৃণমূলেরই গোয়াকে ভাল রাখার সদিচ্ছা রয়েছে।”
২০২২ সালের ভোট নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন লিয়েন্ডার পেজ। প্রার্থীও নিশ্চয়ই হচ্ছেন? লিয়েন্ডারের কৌশলী জবাব, “এটা হলে সত্যিই আমার জন্য বড় সম্মানের হবে। মানুষের জন্য কাজের সুযোগ পাব। তবে গোয়ার মানুষই এই ভোটে লড়বেন। কলকাতা থেকে কেউ এসে লড়াই করবেন না। আমাদের গোয়াতে অসম্ভব ভাল নেতৃত্ব আছে। আমরা আমাদের গোয়ার জন্য লড়ব। আমাদের ঐতিহ্যকে রক্ষার জন্য লড়ব। আমার নেতাদের কাছ থেকে আমি সবরকম সমর্থন পাচ্ছি। আমি কৃতজ্ঞ উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে সমস্ত রকম সুযোগ ও সাপোর্ট দিচ্ছেন। উনি চ্যাম্পিয়ন। আমাদের ফ্রি হ্যান্ড দিয়েছেন।”
On the 3rd day of my door to door visits, meeting people in their homes & at the Handmaids of Christ Orphanage & Old Age Home elicited a warm response, inspiring me to bring joy to their beautiful faces. #NaveSakalichiBhasabhas pic.twitter.com/FCC0ZTR9Mb
— Leander Paes OLY (@Leander) November 15, 2021
আর যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়? লিয়েন্ডারের জবাব, “আমাকে সেই প্ল্যাটফর্ম দেওয়া হলে গত ৩০ বছর যে কঠিন পরিশ্রম করেছি, একই ভাবে কাজ করব। প্রতিটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করব। একটা টিম তৈরি হবে. অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেব, আরও কঠিন পরিশ্রম করব। একটা সিস্টেমের মধ্যে গোয়াতে চালাতে হবে। আমাদের অনেক রসদ রয়েছে, সোনার গোয়া তৈরি করাই লক্ষ্য।”
আরও পড়ুন: Online Marijuana Racket: অনলাইনে কারিপাতা বলে দেদার বিক্রি গাঁজা, গ্রেফতার দুই