পানাজি : গোয়ার ভোটের বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। শিবসেনাকে পাশে পেয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি পদ্ম শিবিরও। তৈরি হচ্ছে রণকৌশল, তারকা প্রচারকের তালিকা। গোয়ার ময়দানে সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দেবেন অবশ্যই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন তাঁর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছে এক ঝাঁক তারকা মুখ। ভারতের টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেস থেকে শুরু করে বিশিষ্ট ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা। এর পাশাপাশি গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সুপ্রিমো আবারও ভরসা রাখছেন মোদীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়র উপর। এছাড়াও রয়েছেন নাফিসা আলি, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোরাও। এতদিন ধরে গোয়ার তৃণমূলের মাটি শক্ত করার চেষ্টায় যাঁরা আসমান জমিন এক করে দিয়েছেন, সেই মহুয়া মৈত্র, সুষ্মিতা দেবদের উপরেও প্রচারে বাজিমাত করার ভরসা রাখছেন মমতা।
তৃণমূল সুপ্রিমো এর আগেও গোয়ায় গিয়ে এক দফা প্রচার চালিয়ে এসেছেন। আর তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কয়েক দফা ঘুরে এসেছেন গোয়া থেকে। রবিবার ফের গোয়ায় উড়ে যাচ্ছেন অভিষেক। চারদিন থাকবেন সেখানে। তৈরি করবেন বিজেপি-বধের নীলনকশা। তবে বড় কোনও সভা বা কর্মসূচি এখনই করতে পারছেন না মমতা-অভিষেকরা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সভা, সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে পাঁচ জনের বদলে ১০ জন নেতা-কর্মী থাকতে পারবেন। এই পরিস্থিতিতে আগামী চারদিন গোয়ায় কী প্রচার কৌশল থাকে তৃণমূলে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, এবারের গোয়ার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি, শিবসেনা। তৃণমূলের তরফে মহুয়া মৈত্র অবশ্য সব ‘তিক্ততা’ দূরে সরিয়ে এক ছাতার তলায় এসে লড়াইয়ের জন্য কংগ্রেসকে আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ কিছু কাজ দেয়নি। বরং, তৃণমূলকে কিছুটা তাচ্ছিল্য করতেই দেখা গিয়েছে চিদম্বরমকে। সেই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধতে ছাড়ছে না তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এই একগুঁয়ে মনোভাবে বিরক্ত হয়ে কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছে, কংগ্রেস যদি আগামী মাসের গোয়া নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে না পারে, তাহলে তার দায় নিতে হবে চিদম্বরমকে।
আরও পড়ুন : CISF in Kolkata Airport: প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্কতা বিমানবন্দরে, আরও আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা