Arvind Kejriwal: ‘কংসের বংশকে ধ্বংস করতে এসেছি’, গুজরাটে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান কেজরীবালের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 09, 2022 | 6:34 AM

Gujarat Assembly Election 2022: সম্প্রতিই আপ নেতার মন্তব্যে ধর্মীয় বিতর্ক দেখা দেওয়ায়, শনিবার সভার শুরুতেই হিন্দু ধর্ম ও ঐতিহ্য নিয়ে বলতে শুরু করেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal: কংসের বংশকে ধ্বংস করতে এসেছি, গুজরাটে গিয়ে জয় শ্রী রাম স্লোগান কেজরীবালের
গুজরাটের জনসভায় অরবিন্দ কেজরীবাল।

Follow Us

আহমেদাবাদ: নির্বাচনী প্রচারে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার গুজরাটের ভদোদরায় একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে, নির্বাচনী প্রচারে নেমে তাঁকে জয় শ্রী রাম স্লোগান দিতে শোনা যায়।

শনিবার গুজরাটে শাসক দল বিজেপিকে নিশানা করে আম আদমি পার্টির জাতীয় কনভেনার অরবিন্দ কেজরীবাল বলেন, “ওরা (বিজেপি) আমার নামে বাজে কথা বলছে। আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু তারা ঘৃণায় এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ঈশ্বরকেও অপমান করছে।”

সম্প্রতিই আপ নেতার মন্তব্যে ধর্মীয় বিতর্ক দেখা দেওয়ায়, শনিবার সভার শুরুতেই হিন্দু ধর্ম ও ঐতিহ্য নিয়ে বলতে শুরু করেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পরে শুরু হয় আপের তিরঙ্গা র‌্যালি। সেখানেই কেজরীবাল পুরাণের উদাহরণ টেনে দাবি করেন, আম আদমি পার্টি নয়, বিজেপিই হিন্দু দেব-দেবীদের অপমান করছে। ‘জয় শ্রী রাম’, ‘জয় শ্রী কৃষ্ণ’ স্লোগান দিতেও শোনা যায় তাঁকে। নিজেকে ঈশ্বরের ভক্ত বলেও দাবি করেন কেজরীবাল।

এদিকে, দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গৌতমের মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে পড়তে হয় অরবিন্দ কেজরীবালকেও। তাঁর গুজরাট সফরের আগেই শহর জুড়ে আপ-বিরোধী পোস্টার ভরে যায়। রাস্তাতেও দেখা যায় লেখা রয়েছে, “হিন্দু বিরোধী কেজরীবাল, গো ব্যাক”। তবে আপ প্রধানের র‌্যালি শুরু হওয়ার আগেই দলীয় কর্মীরা সেই পোস্টারগুলি সরিয়ে ফেলেন।

বিজেপির আক্রমণের জবাব দিয়ে কেজরীবাল বলেন, “আমি হনুমানের ভক্ত। এরা কংসের বংশ। আমার জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন। ঈশ্বর আমাকে এক বিশেষ উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছে- কংসের সন্তানদের ধ্বংস করতে এবং যারা দুর্নীতি করছে, তাদের বিনাশ করা।”

Next Article