Arvind Kejriwal: ‘বিজেপি নেতারা লুকিয়ে আমার সঙ্গে দেখা করে বলেন…’, বিস্ফোরক দাবি কেজরীবালের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 10, 2022 | 8:40 AM

Gujarat Assembly Election 2022: বিজেপিকেই 'হিন্দু-বিরোধী' তকমা দিয়ে তিনি বলেন, "এরা হল কংসের বংশধর। বহু বিজেপি নেতা ও কর্মীরা লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে বিজেপিকে হারানোর কোনও ব্যবস্থা যেন করি।"

Arvind Kejriwal: বিজেপি নেতারা লুকিয়ে আমার সঙ্গে দেখা করে বলেন..., বিস্ফোরক দাবি কেজরীবালের
ছবি সৌজন্য়ে : PTI

Follow Us

আহমেদাবাদ: পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি পাখির চোখ বানিয়েছে গুজরাটকে। চলতি বছরের শেষ ভাগেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগেই জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই আম আদমি পার্টির হয়ে গুজরাটে প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। রবিবার গুজরাটের একটি জনসভাতে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করেন আপ প্রধান। তিনি দাবি করেন, গোপনে বহু বিজেপি নেতা-কর্মীরাই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরা আম আদমি পার্টিকেই সমর্থন জানাতে চান।

অরবিন্দ কেজরীবালের গুজরাট সফর ঘিরেও বিতর্ক শুরু হয়েছিল। আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের ধর্মান্তকরণ সভায় যোগ দেওয়া ও বিতর্কিত মন্তব্যের জেরেই কেজরীবালকেও ‘হিন্দু-বিরোধী’ তকমা দেওয়া হয়। শহরজুড়ে ‘গো ব্যাক কেজরীবাল’ পোস্টার লাগানো হয়। সেই পোস্টার নিয়েই কেজরীবাল বলেন, “বহু বিজেপি নেতা-কর্মীরাই গোপনে আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁরা আম আদমি পার্টিকেই সমর্থন করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি হারুক, এটাই চান তাঁরা।”

বিজেপিকেই ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়ে তিনি বলেন, “এরা হল কংসের বংশধর। বহু বিজেপি নেতা ও কর্মীরা লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে বিজেপিকে হারানোর কোনও ব্যবস্থা যেন করি। আমি সমস্ত বিজেপি কর্মীদের বলতে চাই যারা নিজেদের পার্টিকে হারাতে চাইছেন, তারা যেন আম আদমি পার্টির সঙ্গে দেখা করেন।”

কেজরীবাল আরও বলেন, “আমাদের বিজেপির ২৭ বছরের ঔদ্ধত্য ভাঙতে হবে। আমি জানি আপনাদের ব্যবসা রয়েছে, আম আদমি পার্টিতে যোগ দিলে ওরা আপনাদের ব্যবসায় ক্ষতি করবে। আপনারা ওখানে থাকুন, কিন্তু লুকিয়ে লুকিয়ে হারানোর পরিকল্পনা করুন। কংগ্রেস কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারাও নিজেদের দল ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিন। সকলকে একজোট হতে হবে নতুন গুজরাট গড়ার জন্য। কোনও দলের জন্য নয়, গুজরাটের জন্য, নিজের দেশের জন্য কাজ করুন।”
Next Article