আহমেদাবাদ: পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি পাখির চোখ বানিয়েছে গুজরাটকে। চলতি বছরের শেষ ভাগেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগেই জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই আম আদমি পার্টির হয়ে গুজরাটে প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। রবিবার গুজরাটের একটি জনসভাতে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করেন আপ প্রধান। তিনি দাবি করেন, গোপনে বহু বিজেপি নেতা-কর্মীরাই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরা আম আদমি পার্টিকেই সমর্থন জানাতে চান।
অরবিন্দ কেজরীবালের গুজরাট সফর ঘিরেও বিতর্ক শুরু হয়েছিল। আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের ধর্মান্তকরণ সভায় যোগ দেওয়া ও বিতর্কিত মন্তব্যের জেরেই কেজরীবালকেও ‘হিন্দু-বিরোধী’ তকমা দেওয়া হয়। শহরজুড়ে ‘গো ব্যাক কেজরীবাল’ পোস্টার লাগানো হয়। সেই পোস্টার নিয়েই কেজরীবাল বলেন, “বহু বিজেপি নেতা-কর্মীরাই গোপনে আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁরা আম আদমি পার্টিকেই সমর্থন করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি হারুক, এটাই চান তাঁরা।”
বিজেপিকেই ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়ে তিনি বলেন, “এরা হল কংসের বংশধর। বহু বিজেপি নেতা ও কর্মীরা লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে বিজেপিকে হারানোর কোনও ব্যবস্থা যেন করি। আমি সমস্ত বিজেপি কর্মীদের বলতে চাই যারা নিজেদের পার্টিকে হারাতে চাইছেন, তারা যেন আম আদমি পার্টির সঙ্গে দেখা করেন।”