Gujarat Election Results: ফের মোদী-ম্যাজিক গুজরাটে, গেরুয়া ঝড়ের পর উৎসবের মেজাজ BJP সদর কার্যালয়ে
Soumya Saha |
Updated on: Dec 08, 2022 | 5:27 PM
Gujarat Election Results: বিজেপির দিল্লির দলীয় অফিসের সামনে এদিন দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউটও। আর সেই কাটআউটের সঙ্গে সেল্ফি তোলার দৃশ্যও ধরা পড়ল ক্যামেরায়। হাতে পদ্ম পতাকা নিয়ে মোদীর কাটআউটের পাশে দাঁড়িয়ে সেল্ফি তোলার হিড়িক মহিলা সমর্থকদের।
গুজরাটে গেরুয়া ঝড়ের পর দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে সন্ধে আটটায় বার্তা দেবেন নরেন্দ্র মোদী। আর তার আগে সাজো সাজো রব দিল্লিতে বিজেপি অফিসের বাইরে। নেতা-কর্মীদের ঢল নেমেছে দলীয় কার্যালয়ের সামনে। গেরুয়া পতাকা, গান-বাজনা সবই চলছে। সব মিলিয়ে যেন এক উৎসবের মেজাজ তৈরি হয়েছে দিল্লিতে বিজেপির সদর অফিসের সামনে।
2 / 6
আট থেকে আশি, সবাই এসে সামিল হয়েছেন উৎসবের আনন্দে। দলের বয়স্ক নেতা-কর্মী-সমর্থকরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন তরুণ প্রজন্মের প্রচুর মুখও। মহিলা কর্মী ও সমর্থকদের ভিড়ও রয়েছে চোখে পড়ার মতো।
3 / 6
গুজরাটের রাজনীতির কথা উঠলেই, স্বাভাবিকভাবে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। অতীতে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় উন্নয়নের 'গুজরাট-মডেল' সারা ফেলে দিয়েছিল গোটা দেশে। এখনও মোদী-ভূমের ভোটে সেই গুজরাট মডেল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
4 / 6
বিজেপির দিল্লির দলীয় অফিসের সামনে এদিন দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউটও। আর সেই কাটআউটের সঙ্গে সেল্ফি তোলার দৃশ্যও ধরা পড়ল ক্যামেরায়। হাতে পদ্ম পতাকা নিয়ে মোদীর কাটআউটের পাশে দাঁড়িয়ে সেল্ফি তোলার হিড়িক মহিলা সমর্থকদের।
5 / 6
আগামীর জন্য গুজরাটে বিজেপির পথ চলার দিশা কেমন হবে, সেই সম্পর্কে আজ সন্ধেয় বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই বার্তার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষায় দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা।