Gujarat Assembly polls: বিজেপিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য! মোদীর রাজ্যে নতুন জোটসঙ্গী পেল কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 12, 2022 | 1:50 PM

Know About Gujarat: সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত প্যাটেল বোস্কে জানিয়েছেন, গুজরাট নির্বাচনে কংগ্রেসকে সবরকমভাবে সমর্থন করবে এনসিপি।

Gujarat Assembly polls: বিজেপিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য! মোদীর রাজ্যে নতুন জোটসঙ্গী পেল কংগ্রেস
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

গান্ধীনগর: আগামী মাসে দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election)। সরকারিভাবে গুজরাটে কংগ্রেস প্রধান বিরোধী দল হলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টির উত্থান নতুন করে হাত শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোদীর রাজ্যে বিজেপিকে রুখতে নির্বাচনের আগে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির হাত ধরল কংগ্রেস। গুজরাটের ১৮২টি আসনের মধ্যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি প্রার্থীরা। শুক্রবার দুই দলের নেতারদের তরফে এই ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালের নির্বাচনে ভোটের আগে আলাদাভাবে লড়াই করেছিল কংগ্রেস ও এনসিপি। নির্বাচনের ফলপ্রকাশের পর এনসিপির তরফে একমাত্র কান্দহাল জাডেজা পোরবন্দর জেলার কুটিয়ানা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। শুক্রবার জোটের কথা ঘোষণা করে গুজরাট কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকর বলেন, “কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়াই করবে এনসিপি। আনন্দ জেলার উমরেথ, আহমেদাবাদের নারোদা এবং দাহুদ জেলার দেবগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি প্রার্থীরা।” বর্তমানে এই তিনটি আসনই বিজেপির দখলে রয়েছে।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার জন্য আশাবাদী কংগ্রেস। গুজরাটের কংগ্রেস সভাপতি বলেন, “ইউপিএ-১ ও ইউপিএ-২ তে যেসব পার্টিরা ছিল তাদের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।” কংগ্রেস সভাপতির মতে এবারে নির্বাচনে ১২৫টি আসনে জয়ী হবেন তারা। ঠাকর জানিয়েছেন, সম আদর্শে বিশ্বাসী এবং সংবিধান রক্ষার প্রতি যাঁরা দায়বদ্ধ তার একসঙ্গে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণে জোটের কথা চিন্তা করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত প্যাটেল বোস্কে জানিয়েছেন, গুজরাট নির্বাচনে কংগ্রেসকে সবরকমভাবে সমর্থন করবে এনসিপি। তিনি বলেন, “সততার সঙ্গে এই তিনটি আসনে আমরা লড়াই করা বিষয়ে দায়বদ্ধ। আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানাই। আমার এমন কোনও কাজ করব না যাতে এনসিপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়।” ঠাকর জানিয়েছেন, এনসিপি কর্মীরা আরও বেশি আসনে লড়াই করা কথা বলতে পারে, কিন্তু দুই দলের নেতৃত্বের মধ্যে আলোচনার পর ৩টি আসনেই লড়াই করার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ, ১ ও ৫ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশে সঙ্গে গুজরাটেরও ভোটগণনা হবে। মোদীর রাজ্য ক্ষমতা ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ। কংগ্রেস ও বিজেপি জোট তাদের কোনও ধাক্কা দিতে পারে কি না, সেটাই দেখার।

Next Article