বেঙ্গালুরু: ভোটগণনা (Vote Counting) শুরু হয়েছিল সকাল আটটা থেকে। সকাল থেকেই পাল্লা ভারী ছিল কংগ্রেসের (Congress)। বেলা একটু বাড়তেই বোঝা গিয়েছিল, কর্নাটকে (karnataka) এবার পালা বদল হতে চলেছে। বিজেপি নয়, সরকার গঠন করবে কংগ্রেস। বিকেলের মধ্য়েই স্পষ্ট হয়ে যায় ফলাফল। জাতীয় নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়, কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023 Results) জয়ী কংগ্রেস। তবে যেখানে দুপুর থেকেই বিজয় উল্লাস শুরু হয়ে গিয়েছিল জায়গায় জায়গায়, সেখানেই কর্নাটকের এক কেন্দ্রে মধ্য় রাত অবধি চলল ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস প্রার্থী, নির্বাচনে কে জয়ী হয়েছেন, তা নিয়ে রয়েই গেল ধোঁয়াশা। অভিযোগ, ভোট গণনায় ভুল হচ্ছে, এই দাবি করে বিজেপির কর্মীরা নির্বাচন কমিশনের কর্মী-আধিকারিকদের দিয়ে একাধিকবার ভোট গণনা করান। মধ্য রাত অবধি চলে সেই গণনা।
বাকি কেন্দ্রের মতোই কর্নাটকের জয়নগর (Jayanagar) কেন্দ্রেও সকাল আটটা থেকেই ভোট গণনা শুরু হয়েছিল। প্রথমবার গণনা সম্পূর্ণ হওয়ার পর জানা যায় বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু তার কিছুণ পরই জানানো হয়, গণনায় সামান্য ভুল হয়েছিল, জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি।
Jayanagar MLA Sowmya reddy’s victory still uncertain. BJP candidate Ramamurthy & MP Tejasvi Surya insist on recounting of votes
After counting thrice over, Sowmya was declared winner by mere 160 votes. BJP asks for yet another round of counting, huge security to contain… pic.twitter.com/SQqndLtRHE
— Nabila Jamal (@nabilajamal_) May 13, 2023
নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় থাকায় তিনবার ভোট গণনা করা হয় ওই কেন্দ্রে। তৃতীয় দফার গণনার পর জানানো হয়, কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন। ভোটের ব্যবধান মাত্র ১৬০। এরপরই বিজয় উৎসব শুরু করে কংগ্রেসের কর্মী-সমর্থকরা। কিন্তু হার মানতে নারাজ বিজেপি প্রার্থীও। সিকে রামামূর্তি নামক ওই বিজেপি প্রার্থী ও বিজেপি সাংসদ তেজস্বী সূর্য আরও এক দফা ভোট গণনার দাবি জানান।
The Congress has lost the Jayanagar constituency in Bengaluru but D K Shivkumar and Congress goons are holding up EC officials and not letting them issue certificate…
Just because senior Congress leader Ramalinga Reddy’s daughter is in fray.
What kind of hooliganism is this? pic.twitter.com/Tw8hvKgh0u
— Amit Malviya (@amitmalviya) May 13, 2023
এদিকে, বারংবার ভোটগণনার জন্য বিজেপি জোরাজুরি করছে, এই খবর পেয়েই জয়নগর কেন্দ্রে পৌঁছন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। নির্বাচন কমিশনের কাছেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। উল্টোদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে দাবি করেন যে জয়নগরে নির্বাচন কমিশনের আধিকারিকদের আটকে রেখেছেন কংগ্রেস কর্মীরা। তাদের ফলাফলের সার্টিফিকেট ইস্যু করতে দেওয়া হচ্ছে না।
শেষ অবধি মধ্য রাতেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি ২৯৪টি আসনে এগিয়ে রয়েছেন। এখনও অবধি ওই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।