Sonia Gandhi: ‘মানুষে মানুষে ভেদাভেদ উসকে দিচ্ছেন সনিয়া’, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 08, 2023 | 3:59 PM

BJP files complaint with Election Commission against Sonia Gandhi: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। গত শনিবার ভোটমুখী কর্নাটকের হুব্বলে এক জনভায় কংগ্রেস নেত্রী বলেছিলেন, "কর্নাটকের খ্যাতি, সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে রক্ষা করবে কংগ্রেস"। বিজেপির অভিযোগ, সনিয়ার ওই মন্তব্য বিভেদকামী।

Sonia Gandhi: মানুষে মানুষে ভেদাভেদ উসকে দিচ্ছেন সনিয়া, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
কংগ্রেস নেত্রী বিভেদকামী মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপির

Follow Us

বেঙ্গালুরু: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। গত শনিবার ভোটমুখী কর্নাটকের হুব্বলে এক জনভায় কংগ্রেস নেত্রী বলেছিলেন, “কর্নাটকের খ্যাতি, সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে রক্ষা করবে কংগ্রেস”। বিজেপির অভিযোগ, সনিয়ার ওই মন্তব্য বিভেদকামী। এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার (৮ মে), সনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছে বিজেপি। অভিযোগের সঙ্গে এই বিষয়ে কংগ্রেসের করা একটি টুইটের স্ক্রিনশটও জমা দিয়েছে বিজেপি। তারা দাবি করেছে, সার্বভৌমত্বের সংজ্ঞায় একটি স্বাধীন দেশের কথা বলা হয়। ভারত একটি সার্বভৌম দেশ, কর্ণাটক তার অন্যতম অংশ। কাজেই, কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে কংগ্রেস আসলে কর্নাটককে ভারতের থেকে আলাদা হিসেবে দেখাতে চাইছে। এই মন্তব্যের মাধ্যমে সনিয়া গান্ধী আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির।

এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক শোভা করন্ডলাজে। এদিন বিজেপির পক্ষে ভুপেন্দর যাদব, অনিল বালুনি এবং তরুণ চুঘ নয়া দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই অভিযোগ জানান। সনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগে শোভা করন্ডলাজে বলেছেন, কংগ্রেস কর্নাটককে ভারতের থেকে আলাদা হিসেবে মনে করে। মন্তব্যটি বিভেদকামী। ভারতের নাগরিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে এবং দুটি পৃথক রাজ্যের জনগণের মধ্যে ফাটল ধরানোর উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে। কর্নাটক ভারতের থেকে আলাদা নয়। এই জঘন্য মন্তব্য বিভেদকামী মনোভাবকে উসকে দেয়। নির্বাচন কমিশন থেকে কংগ্রেসের রেজিস্ট্রেশনও অবিলম্বে বাতিল করার আবেদন জানা হয়েছে।


বস্তুত, সনিয়া গান্ধীর এই মন্তব্যকে মোটেই ভালভাবে নেয়নি বিজেপি। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর বক্তব্যে সনিয়া গান্ধীর নাম না করেই তাঁর ‘কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষা’র মন্তব্যকে হাতিয়ার করেছেন। রবিবারই কর্নাটকে এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন, “টুকরে টুকরে গ্যাং বা জাতীয়তাবাদজ বিরোধী শক্তির রোগ এখন কংগ্রেসের শীর্ষ স্তরেও ছড়িয়ে পড়েছে।” কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সরাসরি সনিয়া গান্ধীর মন্তব্যকে জাতীয়তা বিরোধী বলেছেন। তিনি বলেছেন, “তিনি (সনিয়া গান্ধী) ইচ্ছা করেই সার্বভৌমত্ব শব্দটি ব্যবহার করেছেন। কংগ্রেসের ইস্তাহারে টুকরে টুকরে গ্যাং-এর অ্য়াজেন্ডা তুলে ধরা হয়েছে। আশা করি নির্বাচন কমিশন এই জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

Next Article