PM Modi Road Show: শেষ মুহুর্তে প্রচারে ঝড় বিজেপির, বেঙ্গালুরুতে বর্ণাঢ্য রোড শো মোদীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 06, 2023 | 7:12 PM

PM Modi Road Show: সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুলছে বিজেপি। আজ বেঙ্গালুরুর একাধিক এলাকায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

PM Modi Road Show: শেষ মুহুর্তে প্রচারে ঝড় বিজেপির, বেঙ্গালুরুতে বর্ণাঢ্য রোড শো মোদীর
Image Credit source: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটকে বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) আর মাত্র কয়েকদিন বাকি। চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার। শেষ কয়েক দিনের প্রচারে কর্নাটকের বিভিন্ন জায়গায় গিয়ে রোড শো, সভা করে প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সহ বিজেপির তাবড় নেতারা। শনিবার বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা জুড়ে রোড শো করবেন। আজ মোদীর রোড শো নিয়ে আপডেট দেখুন এই প্রতিবেদনে।

Next Article