NCP to Contest Karnataka Assembly Election: কংগ্রেসের ‘পিঠে ছুরি মেরে’ কর্নাটকে ভোটে লড়বে এনসিপিও! হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্য়ে কারণ কী?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 15, 2023 | 6:13 AM

Karnataka Assembly Election 2023: আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১৩ মে। এবারের কর্নাটক বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী- বিজেপি, কংগ্রেস ও জনতা দল (ইউনাইটেড)-র মধ্যে।

NCP to Contest Karnataka Assembly Election: কংগ্রেসের পিঠে ছুরি মেরে কর্নাটকে ভোটে লড়বে এনসিপিও! হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্য়ে কারণ কী?
কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক ভাঙবে এনসিপির?

Follow Us

বেঙ্গালুরু: এখনও জোট তৈরিই হল না, তার আগেই প্রশ্নের মুখে বিরোধী ঐক্য। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে বিরোধী দলগুলির অবস্থান। কখনও কংগ্রেসের পাশে, আবার কখনও কংগ্রেসের বিরুদ্ধে- ঘন ঘন এই অবস্থান বদলের জন্যই আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার বিরোধী জোটকে প্রশ্নের মুখে ফেলল কংগ্রেসের অন্যতম জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party)। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই এনসিপি প্রধান শরদ পওয়ার(Sharad Pawar)-র সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সম্মুখ সমরে কংগ্রেস ও এনসিপি। বিরোধী ঐক্য নিয়ে বৈঠকের পরদিনই, শুক্রবার এনসিপির তরফে জানানো হল, তারা আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) অংশ নিতে পারে।   

আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১৩ মে। এবারের কর্নাটক বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী- বিজেপি, কংগ্রেস ও জনতা দল (ইউনাইটেড)-র মধ্যে। তবে নির্বাচনের ঠিক আগেই বিরোধী ঐক্য়ে বড় ধাক্কা দিয়ে এনসিপির তরফে কর্নাটক বিধানসভা নির্বাচনে লড়ার জল্পনা শোনা গেল। শুক্রবারই দলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার সম্ভাবনার কথা জানানো হয়।

তবে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, বরং সম্প্রতি জাতীয় দলের তকমা হারানোর কারণেই কর্নাটক বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এই বিষয়ে এনসিপি নেতা প্রফুল্ল পটেল বলেন, “আমাদের জাতীয় দলের তকমা ফিরিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ করতে হবে।”

সূত্রের খবর, কর্নাটক বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে এনসিপি। তাদের প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে অ্যালার্ম ঘড়ি। এনসিপি সূত্রে জানা গিয়েছে, কর্নাটক বিধানসভা নির্বাচনে একা নয়, জোটেই লড়ার পরিকল্পনা রয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে নয়, মহারাষ্ট্র একীকরণ সমিতি নামক একটি দল, যার ব্যাপক প্রভাব রয়েছে মহারাষ্ট্র-কর্নাটক সীমানায় বসবাসকারী মারাঠী নাগরিকদের উপরে, তাদের সঙ্গে জোট বাধতে পারে এনসিপি।

Next Article
Cash Recovery: খারাপ হওয়া অটো নিয়ে ২ যাত্রীর মাথাব্যাথা দেখেই সন্দেহ! ভোটের মুখেই নগদ ১ কোটি টাকা উদ্ধার