বেঙ্গালুরু: সেয়ানে সেয়ানে টক্কর চলছে কর্নাটকে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখনও অবধি নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে এবারের নির্বাচনে জয়ী হতে পারে কংগ্রেস। কমপক্ষে ১১০ থেকে ১২০টি আসন দখল করতে পারে তারা। কর্নাটকে দ্বিতীয় স্থানে থাকবে বিজেপি। বিদায়ী শাসক দলের ঝুলিতে ৭০ থেকে ৮০টি আসন থাকতে পারে। তৃতীয় স্থানে থাকবে এইচডি কুমারস্বামীর দল জনতা দল সেকুলার। কর্নাটক নির্বাচনে শেষ অবধি কে জয়ী হবে, তা গণনা শেষ না হওয়া অবধি জানা না গেলেও, বিশেষ নজর থাকছে বেশ কয়েকজন নেতার উপরে। কর্নাটকের নির্বাচনের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই নেতারা। একনজরে দেখে নেওয়া যাক কর্নাটকের বিশিষ্ট নেতা এবং নির্বাচনে তাদের ফলাফল-
প্রার্থী | দল | এগিয়ে/পিছিয়ে |
বাসবরাজ বোম্মাই | বিজেপি | জয়ী |
ডিকে শিবকুমার | কংগ্রেস | জয়ী |
সিদ্দারামাইয়া | কংগ্রেস | জয়ী |
এইচডি দেবেগৌড়া | জেডি(এস) | এগিয়ে |
এইচডি কুমারস্বামী | জেডি(এস) | জয়ী |
বি শিবান্না | কংগ্রেস | জয়ী |
জি সুভাষ | বিজেপি | জয়ী |
জগদীশ সেত্তার | কংগ্রেস | পরাজিত |
বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা | বিজেপি | জয়ী |
প্রিয়ঙ্ক খাড়্গে | কংগ্রেস | জয়ী |
নিখিল কুমারস্বামী | জেডি(এস) | পরাজিত |