বেঙ্গালুরু: আর মাত্র কয়েকদিন বাকি কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election)। এর মধ্যে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। ১৮৯ জন প্রার্থীর মধ্যে ৫২ টি নতুন মুখ নিয়ে এসেছে কর্নাটক বিজেপি। বেশ কিছু পুরনো মুখ বাতিল হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জগদীশ শেট্টার নাম। এরপর বিজেপিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি।
গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর একটি সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী জগদীশ শেট্টার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শেষ মুহূর্তে দল তাঁকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেছে। দলের এই সিদ্ধান্তে তিনি কিছুটা হতাশ হয়েছেন বলেও জানান। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিজেপির হাই কমান্ডের তরফে বিজেপির বর্ষীয়ান নেতাদের অনেককেই এই ভোটে না লড়ার বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তা তাঁর কাছেও এসেছে বলে জানিয়েছেন জগদীশ। এদিকে বেশ কয়েকদিন ধরে আলোচনা-পরামর্শ করার পর অবশেষে গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি।
সাংবাদিক বৈঠকে হুবলির ধারওয়ার কেন্দ্রের বর্তমান বিধায়ক জগদীশ বলেন, “দলের এই সিদ্ধান্তে আমি হতাশ। আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে দলের জন্য কাজ করেছি এবং সংগঠন মজবুত করেছি। ওরা আমাকে ২-৩ মাস আগে জানাতে পারত। আমি সেক্ষেত্রে মেনে নিতাম। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার মাত্র কয়েকদিন আগেই আমাকে প্রতিদ্বন্দ্বিতা না করার বার্তা দেওয়া হয়। আমি ইতিমধ্যে নির্বাচনী এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলাম।” সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, “আমি দলের কাছে জানতে চেয়েছি, এই কেন্দ্রে সরকার বিরোধী ঢেউ আছে কি না বা কোনও অভিযোগ আছে কি না। আমি নিশ্চিত তাঁরা আমার অনুরোধ বিবেচনা করবেন।”