Karnataka Election 2023: কর্নাটকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রইল বাকি ১২

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 13, 2023 | 12:35 AM

BJP 2nd candidate list: বুধবার (১২ এপ্রিল) আসন্ন কর্ণাটক নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

Karnataka Election 2023: কর্নাটকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রইল বাকি ১২
ফাইল ছবি

Follow Us

বেঙ্গালুরু: বুধবার (১২ এপ্রিল), আসন্ন কর্ণাটক নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এবারের তালিকায় নাম রয়েছে ২৩ জনের। মঙ্গলবারই গেরুয়া শিবির থেকে ১৮৯ জন প্রার্থীর প্রথম তালিকাটি প্রকাশ করা হয়েছিল। ফলে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনে এখনও ১২টি আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। দ্বিতীয় তালিকায় ২৩ জন প্রার্থীর মধ্যে দুই জন মহিলা রয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই জানিয়েছিলেন, দুই দফাতেই তাঁরা প্রার্থী তালিকা প্রকাশ করবেন। কিন্তু, শেষ পর্যন্ত তা ঘটল না। প্রার্থী তালিকা নিয়ে কিছু অসন্তোষ রয়েছে। তবে, রাজ্য বিজেপি জানিয়েছে, প্রার্থী তালিকায় নতুনদের জায়গা করে দেওয়া হচ্ছে, পরের প্রজন্মের নেতা তৈরির জন্য। সেই নীতি মেনেই প্রথম তালিকার মতো দ্বিতীয় তালিকাতেও দেখা যাচ্ছে চার বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি।

Next Article