Siddaramaiah: এবার একটি আসন থেকেই লড়বেন সিদ্দারামাইয়া? শেষ নির্বাচনে পুরনো কেন্দ্রকেই আঁকড়ে ধরলেন কংগ্রেস নেতা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 02, 2023 | 3:08 PM

Siddaramaiah: বরুণা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সিদ্দারামাইয়া। এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নাও পারেন তিনি।

Siddaramaiah: এবার একটি আসন থেকেই লড়বেন সিদ্দারামাইয়া? শেষ নির্বাচনে পুরনো কেন্দ্রকেই আঁকড়ে ধরলেন কংগ্রেস নেতা
ছবি সৌজন্যে: PTI

Follow Us

বেঙ্গালুরু: শিয়রেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election)। ফের ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি (BJP)। কংগ্রেসও হাত গুটিয়ে বসে নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও নেমে পড়েছেন ভোট প্রচারের ময়দানে। আর এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ও নজরকাড়া প্রার্থী হলেন সিদ্দারামাইয়া। আর এই পর্বেই তিনি নির্বাচনী রাজনীতিতে ইতি টানবেন বলে জানা গিয়েছে। এবার বরুণা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সিদ্দারামাইয়া। বর্তমানে সেই কেন্দ্রে বিধায়ক হলেন তাঁর ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া।

সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন তিনি এই নির্বাচনের পরেই নির্বাচনী রাজনীতি থেকে চিরতরে পাত্তারি গোটাবেন। আর এই শেষ নির্বাচনে ছেলের কেন্দ্র মহীশূরের বরুণা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। বরাবরই দুটি আসনে নির্বাচনে লড়েন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। এবারও পরিকল্পনা তেমনটাই ছিল। এই মর্মে গত ফেব্রুয়ারি মাসে কর্নাটকে কংগ্রেসকে দেওয়া আবেদনে তিনি তিনটি আসনের নামও উল্লেখ করেন। এর মধ্যে ছিল কোলার, বরুণা ও বাদামি। কংগ্রেসের প্রথম দফার এই তালিকা প্রকাশ হওয়ার আগে সিদ্দারামাইয়া আশা করছিলেন, তিনি কোলার কেন্দ্র থেকে প্রার্থী হবেন। বেশ কয়েক মাস ধরেই কোলার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমি তৈরি করছিলেন তিনি। তবে আপাতত একটি আসন থেকেই প্রার্থী হয়েছেন তিনি। তাতে তাঁর আত্মবিশ্বাস একটুকুও নড়চড় হয়নি।

সিদ্দারামাইয়া এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি হারার ভয় পান না। কংগ্রেসের এই নির্বাচনে জয়ের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী কংগ্রেসের প্রবীণ নেতা। তিনি বলেছেন, “একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস। ত্রিশঙ্কু বিধানসভার কোনও প্রশ্নই নেই।” কোলারের প্রার্থী না হলেও আপাতত সেখানে রাহুলের সফর ঘিরে প্রস্তুতি দেখাশোনা করতে ব্যস্ত তিনি। বরুণা আসনটির সঙ্গেও তাঁর আত্মিক যোগ। এই আসনটি বেছে নেওয়ার পিছনে ভিন্ন কারণও রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই আসন থেকেই তাঁর নির্বাচনী রাজনীতিতে যাত্রা শুরু। আর যাত্রা শেষের সময়ও তাই তিনি এই আসনটিকেই চূড়ান্ত করলেন।

Next Article