বেঙ্গালুরু: ১০ মে কর্ণাটকের ভোট। তার আগে জোর কদমে চলছে প্রচার। শুক্রবার (২১ এপ্রিল), বেঙ্গালুরুর উপকণ্ঠে দেবানহল্লিতে বিজেপি প্রার্থী পিল্লা মুনিশামাপ্পার সমর্থনে একটি রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। কিন্তু, ভারী বৃষ্টিপাতের কারণে বাতিল হয় সেই রোড শো। রোড শো, বাতিল হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেখানে উপস্থিত এক বয়স্ক গ্রামবাসীর বিশেষ ‘শো’। বৃষ্টির কারণে তখন দেবানহল্লির বেশিরভাগ গ্রামবাসীই কোথায় আশ্রয় নেবেন, তার খোঁজ করছেন। সেই সময় এই প্রবীণ গ্রামবাসীকে দেখা গেল, তাঁর উত্তরীয় দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পূর্ণাবয়ব কাটআউট মুছে দিতে। সাদা শার্ট এবং ধুতি পরা ওই গ্রামবাসী জানিয়েছেন, এর জন্য তাঁকে কেউ অর্থ প্রদান করেনি। তিনি তাঁর ‘বিশ্বাস’ থেকেই প্রধানমন্ত্রী মোদীর কাটআউট থেকে বৃষ্টির জল মুছে দিয়েছেন। তিনি বলেন, “আমার কাছে মোদীজি হলেন ঈশ্বর। এর জন্য কেউ আমাকে একটি টাকাও দেয়নি।”
A voter in Karnataka cleans up PM Modi’s cutout in Devanahalli. This is the love people across regions give to Modi Ji.
In the words of the opposition, the EVMs getting hacked: pic.twitter.com/1ioHj6DA0k
— ? Sharma Ji Ka Ladka?? (@MrSharma987) April 21, 2023
প্রধানমন্ত্রী মোদীর প্রতি কর্নাটকবাসীর এই আস্থা ও ভালবাসার পরিচয় অবশ্য এর আগেও পাওয়া গিয়েছে। গত মাসে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, একটি বাসের গায়ে থাকা প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে ছবিটিকে চুম্বন করছেন এক কৃষক। কর্নাটক রাজ্য পরিবহণ বিভাগের একটি বাসে জি২০ সম্মেলনের একটি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী মোদীর ওই ছবিটি ছিল। সাদা জামা নীল হাফ প্যান্ট পরা ওই কৃষককে দেখা গিয়েছিল ওই ছবির সঙ্গে কথা বলতে। ওই কৃষক কন্নড় ভাষায় বলেছিলেন, “আগে আমি ১,০০০ টাকা করে পাচ্ছিলাম। আপনি আরও ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বলেছেন, আপনি আমাদের বাড়ি করে দেবেন। আপনি বলেছেন আমাদের স্বাস্থ্যবীমার জন্য ৫ লক্ষ টাকা দেবেন। আপনাকে আমি প্রণাম জানাই, আপনি বিশ্ব জয় করবেন।” এরপরই তাঁকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটিতে চুম্বন করতে দেখা গিয়েছিল।
@narendramodi @PMOIndia @AmitShah @ANI @anandmahindra @republic @BJP4India A farmer in Karnataka has shown
his deep affection for and
gratitude to our beloved Prime Minister in an emotional video. pic.twitter.com/DR3g0FVE7M— MOHANDAS KAMATH (@MOHANDASKAMATH3) March 28, 2023
নির্বাচনের আগে কর্নাটকে একাধিক সমস্যা রয়েছে গেরুয়া শিবিরে। ইয়েদুরাপ্পাকে নিয়ে অসন্তোষ, বিভিন্ন এলাকায় দুর্নীতির অভিযোগ, একাংশের মানুষের মধ্যে ক্ষমতা-বিরোধী মেজাজ, প্রার্থী না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে। কিন্তু, এই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে মোদী ম্যাজিক, অন্তত এই ভিডিয়োগুলি সেই কথাই বলছে। এদিকে, রোড শো বাতিল হলেও, আশা করা হচ্ছে এদিন আসন্ন নির্বাচনের জন্য দলের প্রস্তুতির খোঁজ নেবেন অমিত শাহ। ২৯ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তার পর এটাই শাহের প্রথম কর্নাটক সফর। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে দেখা করবেন। শনিবারই তাঁর নয়াদিল্লিতে ফিরে যাওয়ার কথা। তার আগে রাজ্যের এক বেসরকারি নিউজ চ্যানেল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।