নয়া দিল্লি: সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election)। এই দক্ষিণী রাজ্যের নির্বাচন ঘিরে ক্রমশ রাজনীতির ময়দানে ছড়াচ্ছে উত্তাপ। এই আবহে কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য গতকালই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। আর সেই তালিকায় নাম রয়েছে কংগ্রেসের রাজ্য সভার সাংসদ ইমরান প্রতাপগড়ির। এই নিয়েই এবার সুর চড়াল ভারতীয় জনতা পার্টি। বিজেপি সাংসদ শোভা কারান্দলাজে কটাক্ষের সুরে বলেন গ্যাংস্টার আতিক আহমেদ ও আশরফ আহমেদর বন্ধু ছিলেন ইমরান। আর তাঁকেই কর্নাটক নির্বাচনে তারকা প্রচারক করেছে কংগ্রেস।
বিজেপি সাংসদ শোভা কারান্দলাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গ্যাংস্টার আতিক আহমেদ ও আশরফ আহমেদ ইমরান প্রতাপগড়ির বন্ধু ছিলেন। ইমরান তাঁদের বন্ধুর চোখে দেখতেন… তাঁদের গুরু মনে করতেন ইমরান, ভাই বলতেন তিনি। কর্নাটক নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকায় এই ইমরানকে রেখেছে কংগ্রেস। এর থেকে বোঝা যায় দোষী ও সমাজবিরোধীদের সমর্থন করে কংগ্রেস।”
#WATCH | Gangster Atiq Ahmed & Ashraf were his (Imran Pratapgarhi) friends. Imran used to call them brothers… Congress has kept him on the list of star campaigners for Karnataka polls, which shows Congress is in support of criminals and anti-nationals: BJP MP Shobha Karandlaje pic.twitter.com/O3vpXNWSTB
— ANI (@ANI) April 20, 2023
শোভা আরও অভিযোগ করেন, এই ইমরান কর্নাটকে এসে হিন্দু বিরোধী বক্তৃতা দেন। বিজেপি সাংসদ তোপ দেগে বলেন, আতিক ও আশরফ আহমেদকে ভোজে নিমন্ত্রণ জানান এবং তাঁদের নিয়ে আবার কবিতে লেখে পোস্ট করেন। এমন ইমরান প্রতাপগড়িকে কংগ্রেস নিজেদের তারকা প্রচারকদের তালিকায় রেখেছে। তিনি বলেন, “অপরাধী ও দেশদ্রোহীদের সঙ্গে রয়েছে কংগ্রেসের হাত। ইমরান প্রতাপগড়িয়ার মতো লোককে কংগ্রেস গোটা দেশে ঘোরাতে চায়। এদিকে গো-হত্যাকারীদের সঙ্গেও রয়েছে কংগ্রেসের হাত। কেরলে যিনি গোহত্যা করেছেন তাঁর সঙ্গে রাহুল গান্ধী ঘুরেছেন।” প্রসঙ্গত, গত শনিবার রাতে সাংবাদিকের ছদ্মবেশে খুন করা হয় উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদকে। সেই সময় তাঁরা পুলিশের হেফাজতেই ছিলেন। এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশে। এবার এই গ্যাংস্টার নিয়ে কর্নাটকের ভোটের ময়দানও সরগরম হয়ে উঠেছে।