KMC Election Voting 2021 Live Streaming: দুয়ারে কলকাতার পুরভোট, দেখে নিন প্রতি মুহূর্তের আপডেট

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 19, 2021 | 10:12 AM

Kolkata West Bengal Election Voting LIVE Streaming: কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার লড়াই শুরুর অপেক্ষা। সব দলেরই পাখির চোখ ধর্মতলার ছোট লালবাড়ি, কলকাতা পুরসভা (KMC)।

KMC Election Voting 2021 Live Streaming: দুয়ারে কলকাতার পুরভোট, দেখে নিন প্রতি মুহূর্তের আপডেট
দুয়ারে এল পুরভোট। অলংকরণ: অভিজিৎ বিশ্বাস।

Follow Us

কলকাতা: রাত পোহালেই কলকাতায় পুরভোট (Kolkata Municipality Election 2021)। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার লড়াই শুরুর অপেক্ষা। সব দলেরই পাখির চোখ ধর্মতলার ছোট লালবাড়ি, কলকাতা পুরসভা (KMC)। তার আগে শনিবার শহরের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের রুটমার্চ। ভোটের ফল বেরবে ২১ ডিসেম্বর।

এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। সবচেয়ে বেশি প্রার্থী নির্দল। ৩৭৮ জন। দলগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী তৃণমূলের। ১৪৪টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপি-র প্রার্থী ১৪২ জন। এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। সবচেয়ে বেশি প্রার্থী নির্দল। ৩৭৮ জন। দলগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী তৃণমূলের। ১৪৪টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপি-র প্রার্থী ১৪২ জন। আসলে সিপিএম আর আরএসপি দু’দলই হাত ধরাধরি ছেড়ে মুখোমুখি লড়াইয়ে। আর কংগ্রেসের প্রার্থী ১২১ জন। কলকাতা পুরভোটে অন্যান্য দলের প্রার্থী রয়েছেন মোট ৩৬ জন।

ভোটের মুখে কলকাতার এলাকায় এলাকায় চলছে তল্লাশি। শহরের বিভিন্ন হোটেলে খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। নতুন কেউ এলে পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে এবং কোনওরকম অশান্তি ঠেকাতে পদক্ষেপ করছে পুলিশ।

ভোটের সারাদিনের খবরাখবর, কোন ওয়ার্ডে ভোট কেমন হচ্ছে, ভোটিং পার্সন্টেজই বা কত হল, সব খবরের আপডেটের জন্য চোখ রাখুন Tv9 বাংলা চ্যানেলে। বাড়ির বাইরে থাকলেও কুছ পরোয়া নেই। ভোটের খুঁটিনাটি পাবেন মুঠোফোনেই। তার জন্য চোখ রাখুন Tv9 বাংলার ইউটিউব চ্যানেলে। চোখ বুলিয়ে নিন Tv9 বাংলার ফেসবুক পেজে। আমাদের ডিজিট্যাল প্লাটফর্মে পাবেন সরাসরি আপডেট। গ্রাউন্ড জিরোর খবরাখবর আপনাদের সামনে তুলে ধরতে ওয়ার্ডে থাকবেন আমাদের ৪০ রিপোর্টার। দিনভর পুর-কভারেজের জন্য নজর রাখতেই হবে টিভি নাইন বাংলায়। চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালের পেজেও

এদিকে শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নিষিদ্ধ বাইক র‍্যালি, জমায়েত। এবার কলকাতা পুরভোটে থাকছে ২৩ হাজার পুলিশ। ৫০ জায়গায় নাকা তল্লাশি। ২০০টি পুলিশ পিকেট। প্রস্তুত ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চলছে জলপথেও।

এদিকে ভোটের দিন বিজেপি প্রার্থীরা আক্রান্ত হলে, বোমাবাজি, বুথ দখলের অভিযোগ এলে কলকাতা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের দাবি, ভোট হবে শান্তিপূর্ণ ভাবেই। পুরবাসী নিজেদের পছন্দের প্রার্থী চয়ন করতে পারবেন নিশ্চিন্ত ভাবে।

এদিকে ১৬টি বরোর ১১৩৯ টি বুথ উত্তেজনাপ্রবণ, স্পর্শকাতর ৭৮৬। পুরভোটের আগে এভাবেই স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করেছে কমিশন। রুট মার্চ কলকাতা পুলিশ। করোনা পরিস্থিতির দিকে খেয়াল করে থাকছে বাড়তি নজরদারি। কসবার স্ট্রং রুমে রয়েছে কড়া নজরদারি। কোভিড বিধি মেনেই সেসব হচ্ছে। তাই এসব খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র টিভি নাইন বাংলায়।

উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।

আরও পড়ুন: Follow KMC Elections 2021 live voting here: ভোট শুরু হতেই বুথে বুথে সিসিটিভি নিয়ে অভিযোগ

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: রাত পোহালেই লালবাড়ি দখলের লড়াই! কোন ওয়ার্ডে সব চেয়ে বেশি প্রার্থী? কোথায় বেশি নির্দল প্রার্থী? জানুন খুঁটিনাটি

আরও পড়ুন: Kolkata municipal election 2021: সংরক্ষণের আওতায় বদলে গেল আসন, টিকিটও পেলেন না বহু! পুরভোটের আগে রইল তালিকা 

Next Article