কলকাতা : কলকাতা পৌরনিগমের ১১ নম্বর বোরোর অন্তর্গত ১১১ নম্বর ওয়ার্ড। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Tollygunge Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়া. ব্রক্ষ্মপুর, কামডহরি, বরাল সহ আরও বেশ কিছু এলাকা। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে আদি গঙ্গা। পূর্বে রয়েছে কামডহরি। দক্ষিণে রয়েছে কামডহরি ও ব্রক্ষ্মপুর এবং পশ্চিমে রয়েছে বিধান পল্লি রোড।
২০১০ সালে যখন গোটা রাজ্যে পালাবদলের হাওয়া, তখনও পর্যন্ত এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তারপর ২০১৫ সালেও এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন বাম প্রার্থী চয়ন ভট্টাচার্য। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৩৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রূপা দাস পেয়েছিলেন ৮৫৫১ ভোট। বিজেপি প্রার্থী পারিজাত চন্দ পেয়েছিলেন ১৮৮৩ ভোট। আর কংগ্রেস প্রার্থী প্রদীপ দত্ত চৌধুরী পেয়েছিলেন ৩১৯ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে সন্দীপ দাসকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন পারিজাত চন্দ। ১১০ নম্বর ওয়ার্ড থেকে আরও একবার চয়ন ভট্টাচার্যের উপর ভরসা রাখছে বামেরা।
গড়িয়া-বোড়াল || ওয়ার্ড নম্বর- ১১১ (বোরো- ১১) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সন্দীপ দাস |
|
– |
৩৯.৭৬ |
বিজেপি |
পারিজাত চন্দ |
– |
– |
৮.৭৫ |
বাম |
চয়ন ভট্টাচার্য |
– |
– |
৪৯.০৩ |
কংগ্রেস |
|
– |
– |
১.৪৮ |
অন্যান্য |
– |
– |
– |
০.৮৮ |
গড়িয়া-বোড়াল || ওয়ার্ড নম্বর- ১১১ (বোরো- ১১) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
রূপা দাস |
৮৫৫১ |
৩৯.৭৬ |
বিজেপি |
পারিজাত চন্দ |
১৮৮৩ |
৮.৭৫ |
বাম |
চয়ন ভট্টাচার্য |
১০৫৪৪ |
৪৯.০৩ |
কংগ্রেস |
প্রদীপ দত্ত চৌধুরী |
৩১৯ |
১.৪৮ |
অন্যান্য |
|
১৯৪ |
০.৮৮ |
আরও পড়ুন : Kolkata Municipal Election 2021 Jadavpur Ward No. 96: ৯৬ নম্বরে বড় চমক তৃণমূলের টিকিট পাওয়া বাম নেতার মেয়ে বসুন্ধরা গোস্বামী