শিলিগুড়ি : শিলিগুড়ি পৌরনিগমে ২২ জানুয়ারি পুরসভা ভোটের দিনক্ষণ আগে থেকেই স্থির হয়ে আছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের কাউন্সিলর পদপ্রার্থীরা। এক ইঞ্চিও জমি ছাড়তে দেখা যাচ্ছে না কোনও দলকেই। আজ সেই মর্মেই শিলিগুড়ি পৌরনিগমের ভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল লাল শিবির।
শিলিগুড়িতে বাম-ইস্তেহারের মূল বিষয়গুলি :
বর্তমানে করোনার বাড়বাড়ন্ত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সেফ হোম, এবং জরুরি ভিত্তিতে বাড়ি বাড়ি মাস্ক ও অক্সিজেন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও করেছেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা সম্প্রীতির কথাও বলেছেন ইস্তেহারে। ইস্তেহারে বিজেপি ও তৃণমূলের সাম্প্রদায়িক উস্কানিকে খোঁচা মেরে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিয়েছেন তাঁরা। ইস্তেহারে ধর্ম-জাতি-ভাষা ভিত্তিক ভেদাভেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। এছাড়াও নারী সুরক্ষা ও উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে বাম প্রকাশিত ইস্তেহারে।
২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পৌরনিগমে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তবে বর্তমানে রাজ্যে করোনা তথা ওমিক্রনের ত্রাসে ভোট পিছিয়ে দেওয়ার ডাক তুলেছে বিভিন্ন বিরোধী দল। দুইদিন আগে ডায়মন্ডহারবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত মতামত হিসেবে একই সুর তুলেছেন। তবে এই সংশয়ের মধ্যেই বাম শিবির ইস্তেহার প্রকাশ করল। তাদের প্রস্তুতি তুঙ্গে তা তারা জানান দিল।