দেবাংশু ভট্টাচার্য লোকসভা নির্বাচনের ফলাফল 2024
হালকা দাড়ি। চোখে চশমা। মাইক্রোফোন হাতে যখন সভামঞ্চে দাঁড়ান, উদ্বেলিত হয় জনতা। তাঁর একের পর এক স্লোগানে হাততালির ঝড় উঠে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। রাজ্যের শাসকদলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বও তাঁর কাঁধে। তৃণমূলের সেই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
দেবাংশুর জন্ম হাওড়ার বালিতে। বয়স মাত্র সাতাশ। বালি নিশ্চিন্তা চিত্তরঞ্জন বিদ্যালয় থেকে স্কুলজীবন শেষ করেন। কলকাতার একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কলেজ জীবনে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হন দেবাংশু। তাঁর কথার ধরন, ছড়া কেটে বিরোধীদের আক্রমণ, নজর কাড়ে তৃণমূল নেতৃত্বের। বিভিন্ন টিভি চ্যানেলে শাসকদলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় তাঁকে।
সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে দায়িত্ব বাড়তে থাকে দেবাংশুর। রাজ্য মুখপাত্র করা হয় তাঁকে। তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা বেড়েছিল। তবে শেষ পর্যন্ত টিকিট পাননি। নিজে টিকিট না পেলেও বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলেছেন। একুশের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন দেবাংশু। তাঁর স্লোগান শুনতে ভিড় করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
বর্তমানে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন দেবাংশু। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা ভোটে তৃণমূলের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় বড় চমক দেবাংশু। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। এই আসন ২০০৯ সাল থেকে তৃণমূলেরই দখলে। তবে গত ২ বারের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। দিব্যেন্দু বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসকদল। তৃণমূলের বক্তব্য, এবারও তারাই জিতবে তমলুক আসনে। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন দেবাংশু। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিদ্ধ করছেন বিরোধীদের। এখন দেখার, লোকসভা ভোটে দেবাংশু কতটা খেলা দেখাতে পারেন।