সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা নির্বাচনের ফলাফল 2024
BJP
তিনি সাংসদ। আবার বাংলায় বিজেপির সংগঠন মজবুত করার দায়িত্ব তাঁর কাঁধে। তিনি সুকান্ত মজুমদার। বিজেপির টিকিটে জয়ী হয়ে ২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তিনি। পরে বাংলার বিজেপির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বঙ্গ বিজেপির দশম রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষের পর রাজ্য সভাপতি পদ পান তিনি।
বছর পঁয়তাল্লিশের সুকান্ত মজুমদার শুধুমাত্র একজন রাজীতিক নন, তিনি পেশায় অধ্যাপক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বটানির অধ্যাপক তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি করেছেন তিনি। বিভিন্ন বিষয়ে গবেষণা রয়েছে তাঁর। দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে তাঁর গবেষণাপত্র। সুকান্তর গবেষণার মূল বিষয় ছিল, অর্গানিক ফার্মিং বা জৈব পদ্ধতিতে চাষ-আবাদ।
সুকান্ত মজুমদারের বাবা সুশান্ত মজুমদার ছিলেন একজন সরকারি কর্মী, মা নিবেদিতা মজুমদার ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। অল্প বয়স থেকেই আরএসএস-এর সঙ্গে সংযোগ ছিল সুকান্ত মজুমদারের। সংঘ নেতৃত্বের নজরে পড়ে যাওয়ার পর ‘শাখা কার্যবহ’ ও ‘জেলা সম্পর্ক প্রমুখ’-এর দায়িত্ব পান তিনি। পরবর্তীতে রাজনীতির সঙ্গেই যোগ বাড়তে থাকে ক্রমশ। ক্রমে বিজেপির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। ২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে ৩৩ হাজার ২৯৩ ভোটে হারিয়ে প্রথমবার সাংসদ হন সুকান্ত। ২০২৪ সালের লোকসভা ভোটে বালুরঘাট আসন থেকেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
একটি আবেদনপত্রের ছবি প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা যায়, আবেদনকারীর নাম সুকান্ত মজুমদার। সেটি ছিল তৃণমূলের অধ্যাপক সংগঠন WEBCUPA (ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন)-র সদস্যপদ গ্রহণের আবেদনপত্র। এই নিয়ে বিতর্কও হয়। তবে পরে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন না বুঝেই তিনি ওই সংগঠনের সদস্য হয়ে গিয়েছিলেন।
লোকসভা ভোটে ১৪৭ কোটি খরচ তৃণমূলের! বামেদের কত জানেন?
In Depth: নির্বাচনের পর পরই একটি রিপোর্ট প্রকাশ করে ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে 'ব্যয়বহুল' ভোটের তকমা দেয় ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়’। তাদের দাবি, দেশের মোটামুটি প্রতিটি দল মিলিয়ে ২৪-এর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা।
- Avra Chattopadhyay
- Updated on: Feb 04, 2025
- 10:14 AM
চব্বিশের নির্বাচনের নজরকাড়া তথ্য দিল কমিশন, রয়েছে তমলুকও
Election Commission of India: ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯৭ কোটি ৯৭ লক্ষ। ২০১৯ সালের চেয়ে যা ৭.৪৩ শতাংশ বেশি। পাঁচ বছর আগে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি ১৯ লক্ষ। চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোট দেন ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার। সেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৬১ কোটি ৪০ লক্ষ ভোটার।
- Sanjoy Paikar
- Updated on: Dec 26, 2024
- 7:37 PM
লোকসভার ধাক্কা থেকে বদলাচ্ছে সুর? এক্সিট পোলের বাজারে ঘোর মন্দা?
Exit Poll: লোকসভা ভোট, এমনকি কয়েক মাসে আগে দু- রাজ্যে ভোটের সময় পোল এজেন্সিগুলি বুক ফুলিয়ে অনেক দাবি করেছিল। ভোটে ফলাফলে সেসব ধসে যাওয়াতেই কী তাঁদের সুর বদলে গেল? চলছে চাপানউতোর।
- জয়দীপ দাস
- Updated on: Nov 21, 2024
- 11:54 PM
উপনির্বাচনে বড় ষড়যন্ত্রের ছক, গোপন তথ্য হাতে পেতেই কমিশনে ছুটল TMC
Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।
- TV9 Bangla Digital
- Updated on: Nov 11, 2024
- 10:35 AM
উপভোটে ‘বামেদের’ ভরসা বিজেপির, কাজ করছে ঠিক কোন সমীকরণ?
BJP-Left: একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা।
- Pradipto Kanti Ghosh
- Updated on: Oct 20, 2024
- 4:44 PM
ওয়েনাড়ে কঠিন লড়াই প্রিয়ঙ্কার, দাপুটে এই নেত্রীকেই প্রার্থী করল BJP
Wayanad By-Election: কোঝিকোড় পুর নিগমের দু'বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।
- Pradipto Kanti Ghosh
- Updated on: Oct 20, 2024
- 7:06 AM
নিজের গড় অধীর কেন বাঁচাতে পারলেন না? সনিয়ার কাছে দিলেন ব্যাখ্যা
Adhir Ranjan Chowdhury-Sonia Gandhi: কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার নির্বাচনী পরাজয়ের কারণ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রদবদল নিয়ে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসলেন অধীর রঞ্জন চৌধুরী।
- Jyotirmoy Karmokar
- Updated on: Jul 19, 2024
- 8:24 PM
মানুষের মন পড়তে চাইছে 'শূন্য' সিপিএম, ইমেলে চাইল মতামত
CPIM seeks opinion from people: চলতি বছরের শুরুতে ব্রিগেডে বামেদের সভায় উপচে পড়েছিল ভিড়। কিন্তু, ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এর কারণ কী? তারই অনুসন্ধানে নেমে মানুষের মন বুঝতে চাইছে সিপিএম। নির্বাচনী পর্যালোচনায় তাঁদের মতামত জানাতে ইমেল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে।
- Pradipto Kanti Ghosh
- Updated on: Jul 03, 2024
- 5:37 PM
৭ লক্ষ ভোটে জিতেও এই ৪ জায়গায় দাঁত ফোটাতে পারলেন না অভিষেক, কেন ?
Diamond Harbour Lok Sabha Result: ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ২, ৬, ৯ এবং ১১, এই চারটি ওয়ার্ডে শাসকদলের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার পুরসভায় মোট ১৬টি ওয়ার্ড। ওই চারটি বাদ দিয়ে বাকি ১২টি ওয়ার্ডে অবশ্য এগিয়ে তৃণমূল।
- Shuvendu Halder
- Updated on: Jun 21, 2024
- 9:30 PM
অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল
BJP: আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর।
- Sourav Dutta
- Updated on: Jun 18, 2024
- 11:54 PM
ভোটের খবর ২০২৪
ভোটের ভিডিয়ো