নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা নির্বাচনের ফলাফল 2024
বর্তমানে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন। অনেকদিনের রাজনৈতিক কেরিয়ার। শুরুটা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। পরবর্তী সময়ে তিনি যোগ দেন বিজেপিতে। ২০১৯ সালে তিনি পদ্ম শিবিরে আসেন এবং নিশীথের রাজনৈতিক দক্ষতাকে বুঝতে বেশি সময় লাগেনি বিজেপিরও। তাই গেরুয়া শিবিরে আসার পর পরই উনিশের লোকসভা ভোটে তাঁকে কোচবিহার থেকে প্রার্থী করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই ভরসার মান রেখেছিলেন নিশীথও। হাডাহাড্ডি লড়াইয়ে কোচবিহারে তৃণমূলের থেকে জয় ছিনিয়ে এনেছিলেন তিনি।
সাংসদ হওয়ার পর কোচবিহারের নিশীথের রাজনৈতিক দক্ষতা আরও বেশি করে প্রকাশিত হয়েছিল। সংসদীয় রাজনীতিতে নিশীথের গুরুত্বও বুঝতে পেরেছিল বিজেপি। তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি নিশীথকে। ২০২১ সালে যখন মোদীর মন্ত্রিসভা ঢেলে সাজানো হয়, সেই সময় কেন্দ্রীয় নেতৃত্বের নজর এড়ায়নি নিশীথের দক্ষতার থেকে। মোদীর মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের ডেপুটি করা হয় তাঁকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছাড়া, ক্রীড়া মন্ত্রকেরও রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান নিশীথ।
উত্তরবঙ্গে বিজেপির শক্তি বিস্তারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিশীথ প্রামাণিকের। কোচবিহার তথা গোটা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রথম সারির মুখ হলেন নিশীথ। তাঁর সাংগঠনিক ক্ষমতার উপর ভরসা রেখে একুশের বিধানসভা ভোটেও নিশীথকে প্রার্থী করেছিল বিজেপি। কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি। একুশের ভোটে সর্বশক্তি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল বিজেপি। পদ্ম শিবিরের মান এবারও রেখেছিলেন নিশীথ। একেবারে কাঁটায় কাঁটায় টক্করে উদয়ন গুহকে পরাস্ত করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও পরবর্তীতে তিনি দলীয় নির্দেশে বিধায়ক পদে ইস্তফা দেন এবং দিনহাটার উপনির্বাচনে জিতে যান উদয়ন।
তবে নিশীথের সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া যায় তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার দিকে দেখলেই। একুশের বিধানসভা ভোটে কার্যত গোটা কোচবিহার জুড়ে উড়েছিল গেরুয়া আবির। ব্যতিক্রম ছিল শুধু সিতাই। সেখানে জিতেছিলেন তৃণমূলের জগদীশ বসুনিয়া। পরে অবশ্য উপনির্বাচনে দিনহাটাও তৃণমূলের হাতে যায়। তবে বাকি সর্বত্রই বিজেপির রমরমা। এবারের লোকসভা ভোটে আবারও কোচবিহারের মাটিতে পোড় খাওয়া নিশীথকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর উল্টোদিকে লড়বেন তৃণমূলের জগদীশ বসুনিয়া। এখন দেখার শেষ পর্যন্ত লোকসভা ভোটে কার দিকে পাল্লা ভারী থাকে।