সুজন চক্রবর্তী লোকসভা নির্বাচনের ফলাফল 2024
বর্ষীয়ান বামফ্রন্ট তথা সিপিএম নেতা। বিধায়ক ও সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি, দলের অনেক পদেও গুরুত্ব পেয়েছেন সুজন চক্রবর্তী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে লড়ছেন তিনি। তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের বিরুদ্ধে লড়বেন সুজন। ছাত্র নেতা হিসেবে উত্থান তাঁর। পরবর্তীতে বামেদের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।
তৃণমূল যখন ক্ষমতার শীর্ষে, তার মধ্যেও অনায়াসে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন সুজন চক্রবর্তী। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত যাদবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তৎকালীন বিদ্যুৎমন্ত্রী মনীশ গুপ্ত হেরে যান সুজনের কাছে। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তী পরাজিত হন ওই কেন্দ্র থেকে।
যাদবপুরের বিধায়ক হওয়ার আগে সাংসদ ছিলেন সুজন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যাদবপুর কেন্দ্রের সাংসদ ছিলেন সুজন চক্রবর্তী। এছাড়া ১৯৯৮ সালে থেকে ২০০১ সাল পর্যন্তও বারুইপুরের বিধায়ক ছিলেন সুজন। সব মিলিয়ে তাঁর রাজনৈতিক জীবন দীর্ঘ।
বামেদের ছাত্র সংগঠন এসএফআই থেকে রাজনৈতিক উত্থান শুরু সুজন চক্রবর্তীর। ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এসএফআই-এর 'ছাত্র সংগ্রাম'র এডিটর ছিলেন তিনি। পরে এসএফআই-এর জেনারেল সেক্রেটারি হন সুজন চক্রবর্তী। শ্রমিক ইউনিয়ন সিটু-র সদস্যও ছিলেন তিনি। বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন নিয়ে কলমও ধরেছেন সুজন।
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি রেল স্টেশনের কাছে অবস্থিত কালিকাপুর গ্রামে জন্ম সুজন চক্রবর্তীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ হন সুজন চক্রবর্তী। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে পড়াশোনা করেন সুজন। পরবর্তীতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। ফার্মাসি বিভাগে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।