INDIA alliance: ‘একটা আসনও প্রাপ্য নয়…’, কংগ্রেসকে কয়টি আসন ‘ভিক্ষা’ দিল আপ?

Feb 13, 2024 | 3:01 PM

INDIA alliance: দিল্লিতে, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল একটিও আসন পায়নি। পুর নির্বাচনে, ২৫০ আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৯টি আসন জিতেছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তাদের একটিও আসন প্রাপ্য নয় বলে মনে করছে আপ নেতৃত্ব। রাজধানীতে তাদের কয়টি আসন ছাড়ার প্রস্তাব দিল তারা?

INDIA alliance: একটা আসনও প্রাপ্য নয়..., কংগ্রেসকে কয়টি আসন ভিক্ষা দিল আপ?
দিল্লিতে কংগ্রেসকে পাত্তা দিতে নারাজ কেজরীবাল
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: ক্রমে শক্তি হারাচ্ছে ইন্ডিয়া জোট। জোট থেকে সরে গিয়ে এনডিএ শিবিরে ভিড়েছে জোটের অন্য়তম হোতা নীতীশ কুমারের জেডিইউ। শিবির বদলেছে জযন্ত চৌধরির আরএলডি-ও। একের পর এক রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে অশান্তি দেখা দিচ্ছে জোট শরিকদের মধ্যে। এরই মধ্যে দিল্লির মোট সাতটি লোকসভা আসনের মধ্যে মাত্র একটি আসন, প্রায় ভিক্ষা দেওয়ার মতো করে, কংগ্রেসকে দিতে রাজি হল আম আদমি পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যে উত্তেজনা চলছে, তা আরও বাড়িয়ে দিল আপের এই প্রস্তাব।

বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদি পার্টি। দিল্লি পুরসভা নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে তারা। নিঃসন্দেহে, দিল্লিতে তারাই ইন্ডিয়া জোটের বড় দল। জানুয়ারির প্রায় শুরু থেকেই দিল্লির লোকসভা আসনগুলি ভাগাভাগির সূত্র চূড়ান্ত করতে, আম আদমি পার্টি এবং কংগ্রেস নেতারা একসঙ্গে আলোচনায় বসেছেন। সেই আলোচনা এখনও চললেও, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি), আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, “শক্তির ভিত্তিতে, দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেস দলের। তবে ‘জোটের ধর্ম’ মাথায় রেখে আমরা তাদের দিল্লিতে একটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব, দিল্লির একটি আসনে কংগ্রেস এবং বাকি ছয়টি আসনে ইন্ডিয়া জোটের হয়ে আম আদমি পার্টি লড়াই করবে। দিল্লিতে, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল একটিও আসন পায়নি। পুর নির্বাচনে, ২৫০ আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৯টি আসন জিতেছে।”

সূত্রের খবর, কংগ্রেসের পক্ষ থেকে প্রাথমিক আলোচনায় দিল্লিতে ৪-৩ সূত্রে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ, কংগ্রেস বলেছিল তারা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি আসনে। সন্দীপ পাঠকের মন্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেসের এই আসন ভাগাভাগির সূত্র মানতে পারেনি আপ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। রাজধানীর জনতা খালি হাতে ফিরিয়েছিল কংগ্রেস এবং আপ দুই দলকেই। কিন্তু, তারপর দিল্লি বিধানসভা নির্বাচন এবং দিল্লি পুর নির্বাচনে আপের বিপুল সাফল্য, তাদেরকে চালকের আসনে বসিয়ে দিয়েছে।

এর আগে পঞ্জাবেও কংগ্রেসের আসন ভাগাভাগির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আপ। এখানেও রাজ্যের ক্ষমতায় রয়েছে কেজরীবালের দল। লোকসভার ১৩টি আসনেই এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। গত শনিবার অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যেই পঞ্জাবের ১৩টি এবং চণ্ডীগড়ের একটি আসনের জন্য আপ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। হরিয়ানা এবং গোয়ার মতো অন্যান্য কয়েকটি রাজ্যেও আসনের দাবি জানিয়েছে আপ। তাদের সেই সব দাবি মানেনি কংগ্রেস।

Next Article