Yogi Adityanath: মোদী ক্ষমতায় ফেরার ৬ মাসের মধ্যে POK হবে ভারতের: যোগী

May 19, 2024 | 9:30 PM

Yogi Adityanath: নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, ছয় মাসের মধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে। শনিবার (১৮ মে), মহারাষ্ট্রের পালঘরের এক জনসভায় বড় দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, এই নির্বাচন "রামভক্ত" এবং "রাম দ্রোহী" মধ্যে কারা থাকবে, তার ভোট।

Yogi Adityanath: মোদী ক্ষমতায় ফেরার ৬ মাসের মধ্যে POK হবে ভারতের: যোগী
মোদীর হাত ধরেই পিওকে আসবে ভারতে, দাবি যোগীর
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, ছয় মাসের মধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে। শনিবার (১৮ মে), মহারাষ্ট্রের পালঘরের এক জনসভায় বড় দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “আমরা আমাদের শত্রুর পুজো করব না। যদি কেউ আমাদের মানুষদের হত্যা করে, আমরা তাদের পুজো করব না। তাদের যোগ্য জবাব দেব। পাক-অধিকৃত কাশ্মীরকে রক্ষা করা পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে, ছয় মাসের মধ্যে পিওকে ভারতের অংশ হয়ে যাবে।”

শনিবার মুম্বইয়ে, মুম্বাই উত্তর-মধ্য লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকামের হয়ে প্রচার করতে এসেছিলেন আদিত্যনাথ। নির্বাচনী সমাবেশে আদিত্যনাথ বলেন, এই নির্বাচন “রামভক্ত” এবং “রাম দ্রোহী” মধ্যে কারা থাকবে, তার ভোট। তিনি বলেন, “রাম ভক্ত হলেন একজন ‘রাষ্ট্রভক্ত’। তিনি ভারতের জনগণের সেবা করবেন এবং দেশের উন্নতির জন্য কাজ করবেন। একজন রাম ভক্ত, যিনি রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করেছেন, তিনি জনগণ এবং দেশের জন্য সম্মান আনার পাশাপাশি দেশের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেন।”

অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন, ভগবান রাম ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেবেন না। তিনি বলেন, “কংগ্রেস নেতারা বলছেন, রাম মন্দির তৈরি করা উচিত হয়নি। এই নিয়ে কংগ্রেস যদি এতটাই বিরক্ত হয়, তাহলে ইটালিতে রাম মন্দির তৈরি করতে পারে। যদি তারা আরও একটি রাম মন্দির তৈরি করতে না চায়, তাহলে তারা ‘বজরঙ্গবলী’কে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণ করতে পারে।”

Next Article