ইম্ফল: মণিপুর (Manipur) সহ গোটা উত্তর-পূর্ব ভারতে (North-East India) যে উন্নয়নের জোয়ার এসেছে, তার জন্য রাজ্যবাসীকেই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। মণিপুরে ২২টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজেপি(BJP)-কে ভোট দেওয়ার জন্য এবং একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য রাজ্যবাসীকেই ধন্যবাদ জানান।
বছরের শুরুতেই উত্তর পূর্ব ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি মণিপুরে ৪৮০০ কোটি টাকা খরচে মোট ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এ দিন ইম্ফলে (Imphal) জনসভায় বিপুল সংখ্য়ক মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনারা মণিপুরে এমন শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন করেছেন, যা পূর্ণ শক্তি ও পূর্ণ সদস্য নিয়ে রাজ্য পরিচালন করছে। এর কৃতিত্ব আপনাদেরই পাওনা, কারণ আপনারাই ভোট দিয়ে এই সরকার গঠন করেছেন।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের ভোটের কারণেই মণিপুরের ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি পরিবার বিনামূল্যে বিদ্য়ুৎ পরিষেবা পাচ্ছে এবং ৩০ হাজার পরিবার নিজস্ব শৌচাগার পেয়েছে।”