Municipal Elections 2022: রাতভর ঘুরল বাইক বাহিনী, কোথাও মার খেল আদি তৃণমূল, কোথাও বামেরা; ভোট পরবর্তী সন্ত্রাসে তপ্ত শিলিগুড়ি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 13, 2022 | 11:14 PM

Post Poll Violence in Siliguri: পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিজেপি প্রার্থী পার্থ বৈদ্যকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। রাত বাড়তেই উত্তেজনা বাড়ে বিভিন্ন ওয়ার্ডে।

Follow Us

শিলিগুড়ি : শনিবার শান্তিতে ভোট পর্ব মিটলেও ভোটের পর থেকেই তপ্ত শিলিগুড়ি (Siliguri Municipal Election 2022)। শনিবার ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর বিকালে উত্তেজনা (Posy Poll Violence) ছড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিজেপি প্রার্থী পার্থ বৈদ্যকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। রাত বাড়তেই উত্তেজনা বাড়ে বিভিন্ন ওয়ার্ডে। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড শহিদ কলোনি এলাকায় মার খান আদি তৃণমূলের কর্মীরা। সেখানে অভিযোগ, গভীর রাতে মদ্যপ অবস্থায় বিজেপি থেকে তৃণমূলে আসা এক নেতার নেতৃত্বে বাইক বাহিনী এসে একাধিক মহিলাকে মারধর করে। হুমকি দেওয়া হয় ঘরছাড়া করে দেওয়ার।

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে এক বাম কর্মীর পরিবারের একাধিক সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে। গভীর রাতে ওই বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারধরে অভিযুক্ত শাসক দল। শহীদ কলোনির বাসিন্দাদের বক্তব্য, “আমরা তৃণমূল করি। আমরাই আদি তৃণমূল। কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন এবং পরে ফের তৃণমূলে ফিরে আসেন। এবার এই ওয়ার্ডে তৃণমূলে ফিরে টিকিট পেয়েছেন জয়দীপ নন্দীর স্ত্রী শম্পা নন্দী। রাতের বেলায় জয়দীপ নন্দীর নেতৃত্বে বেশ কিছু তৃণমূলের নেতা ও কর্মী এলাকায় এসে আমাদের মারধর করে। এ কেমন তৃণমূল? আমরা এই তৃণমূল চাই না। এমন কাউন্সিলর চাই না।”

অন্যদিকে গেট বাজার এলাকায় শিলিগুড়ি পৌরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে মারধর করা হয় এক বাম কর্মীর পরিবারের সদস্যদের। তাঁদের দাবি রাতের বেলায় মদ্যপ হয়ে বাড়িতে চড়াও হয় প্রায় জনা ষাটেক তৃণমূল কর্মী সমর্থক। মোটা বাঁশের লাঠি হাতে নিয়ে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এমনকী বাড়ির মহিলা সদস্যদের মারধর করারও অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা জয়দীপ নন্দী জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, রাত পোহালেই শিলিগুড়িতে পুরনিগম নির্বাচনের ফলাফল ঘোষণা। সোমবার সকাল আটটা থেকে শিলিগুড়ি কলেজে শুরু হচ্ছে পুরভোটের গণনা। তার আগে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি কলেজ চত্বর এবং স্ট্রং রুম। শনিবার ভোটের দিন, সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। জলপাইগুড়ির সাংসদ শিলিগুড়ি পুরভোটে বিভিন্ন বুথে কেন ঘুরছেন, তা নিয়েই অভিযোগ দায়ের করেছিল শাসক দল। এই পরিস্থিতিতে ভোটের গণনাপর্বে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে কোনও খামতি রাখছে না রাজ্য নির্বাচন কমিশন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

শিলিগুড়ি : শনিবার শান্তিতে ভোট পর্ব মিটলেও ভোটের পর থেকেই তপ্ত শিলিগুড়ি (Siliguri Municipal Election 2022)। শনিবার ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর বিকালে উত্তেজনা (Posy Poll Violence) ছড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিজেপি প্রার্থী পার্থ বৈদ্যকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। রাত বাড়তেই উত্তেজনা বাড়ে বিভিন্ন ওয়ার্ডে। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড শহিদ কলোনি এলাকায় মার খান আদি তৃণমূলের কর্মীরা। সেখানে অভিযোগ, গভীর রাতে মদ্যপ অবস্থায় বিজেপি থেকে তৃণমূলে আসা এক নেতার নেতৃত্বে বাইক বাহিনী এসে একাধিক মহিলাকে মারধর করে। হুমকি দেওয়া হয় ঘরছাড়া করে দেওয়ার।

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে এক বাম কর্মীর পরিবারের একাধিক সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে। গভীর রাতে ওই বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারধরে অভিযুক্ত শাসক দল। শহীদ কলোনির বাসিন্দাদের বক্তব্য, “আমরা তৃণমূল করি। আমরাই আদি তৃণমূল। কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন এবং পরে ফের তৃণমূলে ফিরে আসেন। এবার এই ওয়ার্ডে তৃণমূলে ফিরে টিকিট পেয়েছেন জয়দীপ নন্দীর স্ত্রী শম্পা নন্দী। রাতের বেলায় জয়দীপ নন্দীর নেতৃত্বে বেশ কিছু তৃণমূলের নেতা ও কর্মী এলাকায় এসে আমাদের মারধর করে। এ কেমন তৃণমূল? আমরা এই তৃণমূল চাই না। এমন কাউন্সিলর চাই না।”

অন্যদিকে গেট বাজার এলাকায় শিলিগুড়ি পৌরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে মারধর করা হয় এক বাম কর্মীর পরিবারের সদস্যদের। তাঁদের দাবি রাতের বেলায় মদ্যপ হয়ে বাড়িতে চড়াও হয় প্রায় জনা ষাটেক তৃণমূল কর্মী সমর্থক। মোটা বাঁশের লাঠি হাতে নিয়ে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এমনকী বাড়ির মহিলা সদস্যদের মারধর করারও অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা জয়দীপ নন্দী জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, রাত পোহালেই শিলিগুড়িতে পুরনিগম নির্বাচনের ফলাফল ঘোষণা। সোমবার সকাল আটটা থেকে শিলিগুড়ি কলেজে শুরু হচ্ছে পুরভোটের গণনা। তার আগে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি কলেজ চত্বর এবং স্ট্রং রুম। শনিবার ভোটের দিন, সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। জলপাইগুড়ির সাংসদ শিলিগুড়ি পুরভোটে বিভিন্ন বুথে কেন ঘুরছেন, তা নিয়েই অভিযোগ দায়ের করেছিল শাসক দল। এই পরিস্থিতিতে ভোটের গণনাপর্বে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে কোনও খামতি রাখছে না রাজ্য নির্বাচন কমিশন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article