Municipal Elections 2022: বিজেপির রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও ঘিরে ধুন্ধুমার, আটক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 10, 2022 | 2:50 PM

Municipal Elections 2022: রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে বিজেপি। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব।

Municipal Elections 2022: বিজেপির রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও ঘিরে ধুন্ধুমার, আটক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
বিজেপির রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: বিজেপির যুব মোর্চার রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেও।  বিজেপির অভিযোগ, পুরভোটে রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকিও দেওয়া হচ্ছে। কোথাও বিজেপি প্রার্থীর বাড়িতে গুলি, কোথাও বিজেপি প্রার্থীদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছে বিজেপি। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব।

প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান করে বিজেপি। এই অভিযান ঘিরে আগে থেকেই সতর্ক ছিল পুলিশও। বিজেপির যুব মোর্চার মিছিল কমিশনের অফিসের সামনে পৌঁছতেই ব্যারিকেড করে দেয় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি।

কমিশনের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় শুয়ে পড়েন মহিলা কর্মী সমর্থকরা। তাঁদেরকে টেনে তোলার চেষ্টা করে পুলিশ। মহিলা পুলিশ কর্মীরাও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু একাধিক মহিলা বিজেপি কর্মী রাস্তায় শুয়ে পড়েন। এরপর কার্যত তাঁদের চ্যাঙদোলা করে তোলা হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশও। প্রথম দফা বিক্ষোভের পর দ্বিতীয়বার আরও একবার কমিশনের সামনে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা।

বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “আমরা কেউ পাগল নই, আমরা এখানে প্রত্যেকেই শিক্ষিত লোক। আমাদেরকে কীভাবে ধাক্কা দেয় পুলিশ? আমাদের গায়ে হাত দেওয়ার আগে, গ্রেফতার করার আগে এই প্রশ্নের জবাব দেওয়া উচিত যে কী কারণে গ্রেফতার করা হচ্ছে? পুলিশ কার হয়ে কাজ করছে, সবাই জানে। হাইকোর্টের অর্ডার আমরা কমিশনকে জানাতে এসেছিলাম। ওত সহজ নয় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে গ্রেফতার করা।”

বিক্ষোভকারীদের বক্তব্য, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলাতে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি । আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে । রাজ্য নির্বাচন কমিশন দল দাসে পরিণত হয়েছে ।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিরোধীদের কী অবস্থা, মানুষ তা বুঝতে পারছে। তবে রাজ্য নির্বাচন কমিশনও শাসকদলের হাতের পুতুলে পরিণত হয়েছে। যত অন্ধকার ঘনিয়ে আসবে, গনতন্ত্র তত তাড়াতাড়ি উজ্জীবিত হবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article